Bike Scooter Sales: চব্বিশে উলটপুরাণ! বাইক থেকে মুখ ফিরিয়ে মানুষ, বেশি বিক্রি হচ্ছে স্কুটার

ভারতে মোটরবাইকের থেকে বেশি বিক্রি হচ্ছে স্কুটার। এই অর্থবছরে এখনও অবধি ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিক্রি। নিত্য যাতায়াতে স্কুটারকেই বেছে নিচ্ছেন অধিকাংশ মানুষ।

Update: 2024-11-28 17:01 GMT

দু’চাকার বাজার, বিশেষ করে স্কুটারের বিক্রি বৃদ্ধি পেয়েছে দেশে। মোটরবাইকের বিক্রি ছাপিয়ে ১৮.৪ শতাংশ হারে বেড়েছে স্কুটারের কেনা-বেচা। এদিন এমনই তথ্য জানিয়েছে শেয়ার ব্রোকার সংস্থা মতিলাল ওসওয়াল। উক্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে, পেট্রল চালিত স্কুটারের বিক্রি বেড়েছে বার্ষিক ১৮.৪ শতাংশ। অন্যদিকে, মোটরবাইকের বিক্রি বেড়েছে ১৩ শতাংশ হারে।

এই তফাৎ প্রমাণ করে দেশের মানুষ বাইকের তুলনায় স্কুটার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও বাইকের বিক্রির হারও খুব হতাশাজনক নয়। বরং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই বৃদ্ধি ইতিবাচক। তবে শহরাঞ্চলে যাতায়াত করার জন্য স্কুটারকেই বেছে নিচ্ছেন গ্রাহকদের একাংশ। সাম্প্রতিক সময়ে বাজারে একাধিক নতুন স্কুটার লঞ্চ করেছে সংস্থাগুলি।

এছাড়াও এই বৃদ্ধির পিছনে দাম একটা বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন ব্যবসায়িক মহল। মতিলাল ওসওয়ালের রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বছরে এখনও অবধি দু’চাকার (স্কুটার ও বাইক মিলিয়ে) বিক্রি ১৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে বার্ষিক ০.৬ শতাংশ।

দু’চাকার ক্ষেত্রে ১০০ সিসি ইঞ্জিনের যে গাড়িগুলি রয়েছে তার বিক্রি তুলনামূলক কম দেখা গিয়েছে। বৃদ্ধির হার ৯ শতাংশ। যেখানে ১২৫ সিসি বাইক ও স্কুটারের বিক্রি বেড়েছে ২০ শতাংশ। এই পরিসংখ্যান ইঙ্গিত করে, কম দামি বা এন্ট্রি-লেভেল গাড়ি-বাইক কিনতে চাইছেন না ক্রেতারা। ১২৫ সিসি বাইকের মতোই ১৫০-২০০ সিসি বাইকের বিক্রি বেড়েছে ১৭ শতাংশ।

অক্টোবরে যাত্রীবাহী গাড়ির বিক্রির হার বৃদ্ধি ০.৯ শতাংশ। আর ২০২৫ অর্থবছরে এখনও অবধি ০.৬ শতাংশ। এই যাত্রীবাহী গাড়ি বাজারের মধ্যে ইউটিলিটি গাড়ির (যেমন SUV) বিক্রি বৃদ্ধি পেয়েছে ৬৪.৮ শতাংশ। সাম্প্রতিক কালে দেশজুড়ে যে হারে SUV গাড়ি জনপ্রিয় হয়েছে তা এই বৃদ্ধির হারকে ১০০ শতাংশ সমর্থন করে।

Tags:    

Similar News