Honda CB500: চাপে পড়বে রয়্যাল এনফিল্ড, বাজারে ঝড় তুলতে এবার ৫০০ সিসি বাইক আনছে হোন্ডা
হোন্ডা সিবি সিরিজ বেশ জনপ্রিয় বাইক-প্রেমীদের মধ্যে। অত্যন্ত নির্ভরশীল এবং দুরন্ত পারফরম্যান্স দিয়ে থাকে বাইকগুলি। এবার সেই সিরিজে ৫০০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল আনছে হোন্ডা।
ভারত-সহ একাধিক দেশে এই মুহূর্তে CB350 বিক্রি করে হোন্ডা (Honda)। বাইকটি বেশ জনপ্রিয়। এবার সিবি সিরিজের অধীনে ৫০০ সিসি ইঞ্জিনের বাইক আনতে চলেছে জাপানি সংস্থাটি। দেশের বাজারে বিক্রি বাড়াতে লাইনআপে নতুন মডেল যোগ করার প্রস্তুতি শুরু করল হোন্ডা। সূত্রের খবর, হোন্ডা সিবি৫০০ আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে শীঘ্রই রাস্তায় নামবে বাইকটি।
মিডিয়া রিপোর্ট বলছে, আমেরিকায় জিবি৫০০ এর জন্য ট্রেডমার্ক জমা দিয়েছে হোন্ডা। আন্তর্জাতিক বাজারে জিবি৩৫০ বাইক ভারতে সিবি৩৫০ নামে বিক্রি হয়। সুতরাং, জিবি৫০০ দেশের বাজারে সিবি৫০০ নামে লঞ্চ হতে পারে। যদিও জাপানি সংস্থার পক্ষ থেকে এখনও লঞ্চ করার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভারতে এই বাইকের ভালো বাজারের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে।
৫০০ সিসি সিঙ্গেল নাকি ডুয়াল সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে আসবে এই বাইক সেটা এখন দেখার বিষয়। ডুয়াল সিলিন্ডার হলে দাম বেশি হতে পারে। কারণ এর জন্য ইনপুট কস্ট বেশি পড়ে যায়। তাছাড়া এই ধরনের বাইক CBU পথে ভারতে আনে সংস্থাগুলি, অর্থাৎ বাইরে থেকে সম্পূর্ণ তৈরি হয়ে ভারতে লঞ্চ হয়। বর্তমানে সবটাই জল্পনা। তবে এ দেশে হোন্ডা সিবি৫০০ লঞ্চ হলে, রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
এক রিপোর্ট অনুযায়ী, ভারতে বাইকটি উৎপাদন করার সম্ভাবনা রয়েছে। যদি তা সত্যি হয়, তাহলে বাইকটির দাম তুলনামূলক কম হতে পারে। হোন্ডা সিবি৫০০ সম্পর্কিত আরও তথ্য আগামী বছর জানা যাবে। আপাতত বাইকটি পরীক্ষাধীন রয়েছে। কী কী চমক নিয়ে এটি দেশের বাজারে প্রবেশ করে তার উপর নজর থাকবে বাইক-প্রেমীদের।