নতুন বিপ্লবের সূচনা? Hero MotoCorp এই প্রথম দেশে ইলেকট্রিক স্কুটারের আলাদা শোরুম খুলল

By :  SUMAN
Update: 2022-11-15 15:03 GMT

গত মাসে ভারতের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের Vida সাব-ব্র্যান্ডের আওতায় V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে। প্রাথমিক পর্যায়ে এটি কেবলমাত্র মুম্বাই জয়পুর এবং বেঙ্গালুরু-তেই লঞ্চ করা হয়। যদিও পরবর্তীতে দেশের আরও অন্যান্য শহরের গ্রাহকদের কাছে Vida V1 পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চিত করে সংস্থা। ক্রেতাদের সুবিধার জন্য এবারে হিরো বেঙ্গালুতে তাদের ভিডা ব্র্যান্ডের প্রথম শোরুম খুলল। এর ফলে ক্রেতারা হিরোর বৈদ্যুতিক স্কুটার কেনার আরও উন্নত অভিজ্ঞতা পাবেন।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষ্যে আজ থেকে Vuda V1-এর টেস্ট রাইড শুরু করেছে সংস্থা। নতুন শোরুম চালুর প্রসঙ্গে সংস্থার এক আধিকারিক স্বদেশ শ্রীবাস্তব বলেন, “বৈদ্যুতিক গাড়ির ক্যাটাগরির সম্প্রসারণের উদ্দেশ্যে আমরা প্রথম ভিডা এক্সপেরিয়েন্স সেন্টার খুলতে পেরে উচ্ছ্বসিত। কৌতুহল, অর্থপূর্ণতা অর্থাৎ মানুষ যার সাথে সংযোগ স্থাপন করে চায়, এমন অভিজ্ঞতা দেওয়ার জন্য এই এক্সপেরিয়েন্স সেন্টার খোলা হয়েছে।”

৮,৫০০ বর্গফুটের বেশি অঞ্চল জুড়ে গড়ে ওঠা ভিডা এক্সপেরিয়েন্স সেন্টারে Vida V1 ই-স্কুটার ডিসপ্লে করা থাকবে। আবার চার্জিং স্টেশন এবং ব্র্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কিছু নকশা দেওয়ালে বর্ণনা করা থাকবে। এছাড়াও সেখানে কফি বার এবং লাইব্রেরীর সুবিধাও মিলবে।

প্রসঙ্গত সংস্থাটি এমন আরও এচাধিক এক্সপেরিয়েন্স সেন্টার এদেশে খুলতে চায়। এর পরের শোরুমটি জয়পুরে এবং তারপর দিল্লিতে খোলা হবে বলে জানানো হয়েছে। এদিকে Vida V1-এর ডেলিভারি ডিসেম্বর ২০২২-এর দ্বিতীয় সপ্তাহ থেকে চালু হবে। স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – Vida V1 Plus ও Vida V1 Pro। এদের দাম যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা এবং ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ৮০ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ সহ স্কলারটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৩.২ সেকেন্ড সময় লাগে। আবার এর রেঞ্জ ১৬৩ কিমি।

Tags:    

Similar News