খোদ Hero MotoCorp এর চেয়ারম্যান Vida ই-স্কুটার কিনে বসলেন, আপনি কিনেছেন
গত বছর জাঁকজমকপূর্ণ ভাবে ভারতের বাজারে পা রেখেছিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর ইলেকট্রিক টু-হুইলারের সাব ব্র্যান্ড ভিডা (Vida)। যার আওতায় V1 ই-স্কুটারটি লঞ্চ হয়েছিল। দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি – Vida V1 Plus ও Vida V1 Pro। বেঙ্গালুরুতে এর এক্স-শোরুম প্রাইস ১.৪৫ লক্ষ টাকা থেকে শুরু। এবারে একটি ব্র্যান্ড নিউ Vida V1 এর ডেলিভারি নিলেন খোদ সংস্থার চেয়ারম্যান এবং সিইও পবন মুঞ্জল। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর স্বস্ত্রীক ছবি সহ পোষ্ট করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং সিইও পবন মুঞ্জল নিজেই এবারে একটি ভিডা ভি১ কিনে বসলেন। যার চাবি ইতিমধ্যেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। এটি সংস্থার সিগনেচার ম্যাট অ্যাব্রাক্স অরেঞ্জ শেড দ্বারা ফিনিশিং করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকে স্কুটারটির ডেলিভারি দেওয়া শুরু করেছে সংস্থা।
Hero Vida V1 Plus, V1 Pro রেঞ্জ ও চার্জিং টাইম
হিরো ভিডা ভি১ প্লাস ও ভিডা ভি১ প্রো ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ যথাক্রমে ৩.২ সেকেন্ড ও ৩.৪ সেকেন্ডে তুলতে পারে। এদের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। সিঙ্গেল চার্জে ইলেকট্রিক স্কুটার দুটির রেঞ্জ যথাক্রমে ১৪৩ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার। সংস্থার দাবি মডেল দুটির ফাস্ট চার্জের রেট ১.২ কিলোমিটার।
Hero Vida V1 Plus, V1 Pro দাম এবং প্রতিপক্ষ
Hero Vida V1 Plus-এর বর্তমান বাজার মূল্য ১.৪৫ লক্ষ টাকা। যেখানে Hero Vida V1 Pro-এর দাম ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজারে Vida V1-এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে রয়েছে – Ola S1 Pro, Ather 450X, TVS iQube, Bajaj Chetak ইত্যাদি।