Harley X440: এক দিনেই 1000 বিক্রি! রয়্যাল এনফিল্ডকে চাপে ফেলে দিল হার্লে ডেভিডসন

By :  SUMAN
Update: 2023-10-17 08:54 GMT

হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে Harley-Davidson X440-এর ডেলিভারি দেওয়া আরম্ভ করল। ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ক্রেতাদের বাইক পৌঁছানোর কাজ। ফলে পুজোয় নতুন বাইকে ঘোরার স্বাদ পূরণ হবে। এক দিনের মধ্যেই দেশের ১০০টি ডিলারশিপ থেকে মডেলটির ১,০০০ ইউনিট বিক্রি করতে পেরেছে সংস্থা। X440 মোটরসাইকেলটি রাজস্থানে হিরোর নিমরানা’র গার্ডেন ফ্যাক্টরিতে তৈরি হয়। এই নিয়ে দ্বিতীয়বার বাইকটির বুকিং উইন্ডো খোলা হল।

Harley-Davidson X440-এর ডেলিভারি শুরু হল

Harley-Davidson X440 ভারতের তিনটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – Denim, Vivid ও S। এদের দাম যথাক্রমে ২,৩৯,৫০০, ২,৫৯,৫০০ এবং ২,৭৯,৫০০ টাকা (এক্স-শোরুম)। এটি এদেশে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তার মোটরবাইক। ইতিমধ্যেই ২৫,০০০ বুকিং পেয়েছে মডেলটি। উৎপাদন বাড়িয়ে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার জোরকদমে চেষ্টা চালাচ্ছে সংস্থা।

Harley-Davidson X440-তে শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ৪৪০ সিসি, ২-ভাল্ভ, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৭.৬ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের গতির সাথে তালে তাল মেলাতে এতে ৬-স্পিড গিয়ারবক্স উপস্থিত। এছাড়া আছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

ডেলিভারি আরম্ভের প্রসঙ্গে হিরো মোটোকর্প-এর সিইও নিরঞ্জন গুপ্তা বলেন, “উৎসবের প্রথম দিনে ডেলিভারি শুরু করতে পারায় ক্রেতাদের মুখে আনন্দ ও উল্লাস দেখে আমরা খুশি। আমাদের চেষ্টা থাকবে চার থেকে পাঁচ মাসের মধ্যে সমস্ত ডেলিভারি সম্পন্ন করার। যার জন্য উৎপাদন বাড়ানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।”

প্রসঙ্গত, Harley-Davidson X440-তে ফিচার হিসেবে আছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ব্লুটুথ, টপ-এন্ড ভ্যারিয়েন্টে টিএফটি স্ক্রিন, কানেক্টিভিটি, এলইডি লাইটিং, ডুয়েল চ্যানেল এবিএস ইত্যাদি। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে রাইডিং সম্পর্কিত যাবতীয় তথ্য দেখা যাবে। যেমন – ট্রিপ মিটার, ট্যাকোমিটার, সার্ভিস ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড অ্যালার্ট।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে Harley-Davidson X440-তে দেওয়া হয়েছে KYB-এর আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, সেভেন স্টেপ প্রি-অ্যাডজাস্টেবল গ্যাস ফিল্ড টুইন শক রিয়ার অ্যাবজর্বার। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ৩২০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান। অ্যালয় হুইল এবং স্পোক হুইল উভয় ভার্সনে বেছে নেওয়া যায় বাইকটি। সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি হুইলে যথাক্রমে ১০০/৯০ সেকশন ও ১৪০/৭০ সেকশন টায়ার রয়েছে।

Tags:    

Similar News