Hero MotoCorp Unveil Bikes at EICMA 2024: নভেম্বরে চারটি নতুন মডেল উন্মোচন করবে হিরো মটোকর্প, বাইকের সঙ্গে থাকবে স্কুটিও
নভেম্বরে ইতালিতে অনুষ্ঠিত হতে চলা মিলান মোটরসাইকেল শো নামে পরিচিত EICMA 2024 ইভেন্টে নিজেদের অত্যাধুনিক সব মডেল প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছে টু-হুইলার কোম্পানিরা। ভারতীয়রা নির্মাতারাও অংশগ্রহণ করবে সেখানে। দেশের বৃহত্তম দু'চাকা গাড়ি নির্মাতা হিরো মটোকর্প (MotoCorp) এবার ইআইসিএমএ ২০২৪-এ তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। সংস্থার সোশ্যাল মিডিয়া টিজার দেখে অনুমান, হিরো স্কুটার সহ চারটি মডেল উন্মোচন করবে।
EICMA 2024 ইভেন্টে চারটি মডেল প্রদর্শন করবে Hero MotoCorp
মিলান মোটরসাইকেল শো-তে হিরোর প্রথম যে বাইকটি আত্মপ্রকাশ করতে পারে, সেটি হল এক্সপালস ২১০। এটি বর্তমান এক্সপালস ২০০ ৪ভি মডেলের রিপ্লেসমেন্ট হিসাবে বাজারে আসবে। বাইকটিতে নতুন ডিজাইন দেখতে পাওয়া যাবে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে পারফরম্যান্স ডিপার্টমেন্টে। কারণ হিরো এক্সপালস ২১০ কারিজমা এক্সএমআর-এর ২১০ সিসি লিকুইড কুলড ইঞ্জিনের সঙ্গে আত্মপ্রকাশ করবে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্য বাইক দুটি ২৫০ সিসি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে বলে আশা করা হচ্ছে। প্রথম মডেলটি হল, কারিজমা এক্সএমআর ২৫০ এবং দ্বিতীয়টি হিরো ২.৫আর এক্সটেন্ট কনসেপ্টের প্রোডাকশন ভার্সন। জোর দিয়ে বলার কারণ, এদের ডিজাইন সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। কারিজমার নতুন অবতারেও প্রায় একই ডিজাইন থাকবে। তবে এটি আরও বড় বডি প্যানেল ও শক্তিশালী ইঞ্জিন পাবে। হিরো ২.৫আর এক্সটেন্ট কনসেপ্ট এক্সট্রিম ব্র্যান্ডিংয়ের অধীনে বিক্রি হতে পারে।
চতুর্থ এবং শেষ মডেলটি হিরোর ভিডা ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। হিরো অনেকদিন ইভি বাজারে আনেনি, তাই নতুন মডেলের জন্য মিলান মোটরসাইকেল শো সেরা মঞ্চ হতে পারে। প্রতিটি টু-হুইলার ২০২৫ সালে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে। তবে মনে রাখবেন, নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে সংস্থা বরাবরই বিলম্ব করে। এমনকি গত বছর একই ইভেন্টে উন্মোচিত জুম ১২৫আর ও জুম ১৬০ স্কুটার দু'টি এখনও লঞ্চের মুখ দেখেনি।