1 মিনিটের চার্জে 1.2 কিমি চালানো যাবে, দেশে EV চার্জিং স্টেশন গড়ে তোলার কাজ শুরু করল Hero MotoCorp
গত বছর ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর ইভি ব্র্যান্ড ভিডা (Vida)। যার অধীনে একজোড়া ইলেকট্রিক স্কুটার আনা হয়েছিল – Vida V1 Plus ও Vida V1 Pro। এবারে হিরো এদেশে তাদের প্রথম ফাস্ট চার্জিং স্টেশন তৈরিতে হাত লাগানোর কথা ঘোষণা করল। সর্বপ্রথম বেঙ্গালুরু, দিল্লি এবং জয়পুরে ফাস্ট চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে সংস্থাটি। প্রসঙ্গত, সম্প্রতি এই তিনটি শহরে থেকেই V1 ই-স্কুটারের ডেলিভারির সূচনা করেছে হিরো মটোকর্প।
Hero তিন শহরে ইভি ফাস্ট চার্জিং স্টেশন বসাচ্ছে
ভিডা জানিয়েছে বেঙ্গালুরু, দিল্লি এবং জয়পুরের ৫০টি অঞ্চলে তাদের প্রায় ৩০০টি চার্জিং পয়েন্ট রয়েছে। এখন এই তিন শহরেই তারা ই-স্কুটার বিক্রি করছে। তাই অতি যত্ন সহকারেই সেই সব অঞ্চলে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালাচ্ছে হিরো। ভিডা বলেছে, এই ফাস্ট চার্জিং নেটওয়ার্ক থেকে গ্রাহকরা তাদের ভি১ ইলেকট্রিক স্কুটারটি ১.৩ কিমি প্রতি মিনিট হারে চার্জ করাতে পারবেন। প্রতিটি চার্জিং স্টেশনে ডিসি এবং এসি চার্জিং সকেট উপলব্ধ রয়েছে। My Vida’ মোবাইল অ্যাপ থেকে গ্রাহকরা নিকটবর্তী চার্জিং স্টেশনের হদিশ পাবেন। আবার চার্জিংয়ের স্লট বুকিং এবং পেমেন্ট করা যাবে এখান থেকে।
এই প্রসঙ্গে হিরো মোটোকর্পের এমার্জেন্সি মোবিলিটি বিজনেস ইউনিট (EMBU)-এর প্রধান স্বদেশ শ্রীবাস্তব বলেন, “আমরা আমাদের কথা মতো Vida V1-এর ডেলিভারি শুরুর সাথেই ভিডার বিশ্বমানের ইভি চার্জিং পরিকাঠামো তৈরি করেছি। আপাতত তিনটি শহরে স্কুটারের ডেলিভারি এবং চার্জিং স্টেশন নির্মাণের কাজ চলছে। চিন্তামুক্ত ইভি ইকোসিস্টেম গড়ে তোলার যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যার ফলে নির্ঝঞ্ঝাটে বৈদ্যুতিক যানবাহন কেনা যাবে।”
Vida V1 দাম, স্পেসিফিকেশন, ফিচার
Vida V1 Plus ও Vida V1 Pro - দাম যথাক্রমে ১.৩৫ লক্ষ টাকা ও ১.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বৈদ্যুতিক স্কুটারগুলির রেঞ্জ যথাক্রমে ১৪৩ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার। প্রো ভার্সন ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.২ সেকেন্ডে তুলতে পারে। যেখানে প্লাস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সময় লাগবে ৩.৪ সেকেন্ড।
Hero Vida V1-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, ওটিএ সাপোর্ট সহ ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ট্র্যাক মাই বাইক, ভেহিকেল ডায়াগনস্টিকস, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, জিওফেন্স, ব্লুটুথ, ৪জি, ওয়াই-ফাই, রিজেনারেটিভ ব্রেকিং, উভয় ভ্যারিয়েন্টে রিভার্স ফাংশন, ক্রুজ কন্ট্রোল এবং এসওএস ওয়ার্নিং।