Hero Passion Plus নাকি Passion Pro XTEC? সস্তায় কোন মোটরসাইকেল সেরা
ভারতে সম্প্রতি নয়া নির্গমন বিধি সহ লঞ্চ হয়েছে Hero Passion Plus। এর দাম ৭৬,৩০১ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। প্রায় তিন বছর বাদে এদেশের টু-হুইলারের বাজারে প্রত্যাবর্তন করেছে মোটরসাইকেলটি। ২০২০-তে BS6 নির্গমন বিধি চালু হওয়ার পর এটির বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এদিকে বাজারে ইতিমধ্যেই হিরো এই একই গোত্রের একটি বাইক বিক্রি করে। যার নাম – Hero Passion Pro XTEC। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির তুলনামূলক আলোচনা রইল।
Hero Passion Plus vs Passion Pro XTEC : ডিজাইন ও কালার
ডিজাইনের প্রসঙ্গে বললে Hero Passion Plus ও Passion Pro XTEC প্রায় অনুরূপ বলা যায়। পার্থক্য বলতে – অ্যাঙ্গুলার হেডল্যাম্প, ট্যাঙ্ক স্ক্রাউড এবং এগজস্টের কথা উল্লেখ করা যায়। Passion Plus তিনটি রঙে অফার করা হয়েছে – স্পোর্টস রেড, নেক্সাস ব্লু এবং হেভি গ্রে। অন্যদিকে Passion Pro টপ-স্পেক XTEC ভ্যারিয়েন্টে উপলব্ধ। এটি ক্যান্ডি ব্লেজিং রেড, ফোর্স সিলভার এবং পলেস্টার ব্লু – এই তিন কালারে বেছে নেওয়া যায়।
Hero Passion Plus vs Passion Pro XTEC : ইঞ্জিন এবং গিয়ারবক্স
Hero Passion Plus একটি ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন সহ হাজির হয়েছে। এটি থেকে ৭.৯ বিএইচপি শক্তি ও ৮.০৫ এনএম টর্ক পাওয়া যাবে। অন্যদিকে, Passion Pro XTEC-এ রয়েছে একটি ১১৩.২ সিসি, , সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। ৎআ থেকে ৯ বিএইচপি শক্তি ও ৮.৭৯ এনএম টর্ক উৎপন্ন হয়। উভয় মডেলেই উপস্থিত ৪-স্পিড গিয়ারবক্স এবং মাইলেজ ৬০-৭০ কিমি/লিটার।
Hero Passion Plus vs Passion Pro XTEC : হার্ডওয়্যার এবং ফিচার্স
হিরো মোটোকর্পের Passion Plus ও Passion Pro উভয় মডেলেই দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, এবং পেছনে স্প্রিং লোডেড ডুয়েল শক অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে প্যাশান প্রো-তে দেওয়া হয়েছে উভয় চাকায় ড্রাম ব্রেক। আবার এটি ফ্রন্ট ডিস্ক ব্রেক সহ বেছে নেওয়া যায়। ফিচারের প্রসঙ্গে বললে প্যাশান প্লাস-এ উপস্থিত একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে অন্য মডেলে রয়েছে অল ডিজিটাল ইউনিট। উভয় বাইকেই আছে ইউএসবি চার্জিং পোর্ট।
Hero Passion Plus vs Passion Pro XTEC : দাম
সদ্য লঞ্চ হওয়া নতুন Hero Passion Plus-এর দাম ৭৬,৩০১ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে Passion Pro XTEC-এর মূল্য ৭৮,৫২৮-৮২,৯২৮ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।