বাজার দাপিয়ে বেড়াচ্ছে Hero-র এই 3 বাইক, দামে সস্তা, মাইলেজে সেরা, কিনলে শুধুই লাভ
হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর ঝুলিতে দীর্ঘদিন ধরেই স্কুটার ও মোটরসাইকেল বিক্রিতে বিশ্বের মধ্যে বৃহত্তম সংস্থার খেতাব রয়েছে। কাজেই দেশের মধ্যে সবচেয়ে বড় সংস্থা হওয়ার দৌলতে এর একাধিক মডেল বেস্ট-সেলিং টু-হুইলারের তকমা জিতে নিয়েছে। আদতে যা গ্রাহকদের ভরসা ও বিশ্বাসযোগ্যতার সাক্ষ্য বহন করে। বর্তমানে হিরোর লাইনআপে তিনটি মোটরসাইকেল প্রতি মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাড়ি নিয়ে আসেন। চলুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Passion : ভরসাযোগ্য বাইক
বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত দশটি মোটরসাইকেলের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে Hero Passion সিরিজ। বাস্তবিকতা এবং বিশ্বাসযোগ্যতার দিক থেকে বাইকটির জুড়ি মেলা ভার। পরিসংখ্যানে বলছে জুলাইয়ে এটি মোট ৪৭,৫৫৪ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। স্টাইল, আরাম এবং সুবিধার সুসামঞ্জস্য বজায় রাখা হয়েছে বাইকটিতে। দীর্ঘদিন ধরে অসংখ্য ক্রেতার ভালোবাসার পথ সঙ্গী হয় এসেছে Passion।
Splendor ও HF : ধারাবাহিক পারফর্মার
হিরোর সাফল্য Passion-এই শেষ নয়। ময়দানে ভালো ফলাফল করতে দেখা গেছে Splendor ও HF Deluxe-কেও। দেশের সর্বাধিক বিক্রিত প্রথম পাঁচ মোটরসাইকেলের মধ্যে জায়গা করে নিয়েছে মডেল দুটি। জুলাইয়ের হিরো স্প্লেন্ডার ২,৩৮,৩৪০ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার প্রথম স্থান দখল করেছে। যেখানে হিরো এইচএফ ডিলাক্স সব মিলিয়ে ৮৯,২৭৫ গ্রাহকের মুখ দেখেছে। এটি তালিকার চতুর্থ স্থানটি দখল করেছে। উভয় মডেলই অসংখ্য জনগণের ভালোবাসা পেয়েছে।
হিরোর এই সাফল্যের পেছনে রয়েছে তাদের সেরা কাস্টমার সাপোর্ট। হিরোর প্রধান ব্যবসায়িক আধিকারিক রঞ্জিবজিৎ সিং সংস্থার প্রতি গ্রাহকদের ভরসা রাখতে দেখে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অন্যদিকে ১০০ সিসি সেগমেন্টে হিরো সেরা প্রযুক্তি প্রদান করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ২০০১ থেকে ক্রেতাদের প্রাধান্য দিয়ে আসছে সংস্থা। বিভিন্ন সময়ে কমিউটার বাইকগুলিতে ডিজাইন সহ অত্যাধুনিক ফিচার দ্বারা আপডেট দেওয়া হয়েছে। যার ফলে আজও বিক্রিতে এতোটুকু ভাটা পড়েনি।