Hero Super Splendor Canvas Black: মাইলেজ 68 কিমি, স্টাইলিশ অবতারে নতুন হিরো সুপার স্প্লেন্ডার বাজারে এল

By :  techgup
Update: 2022-07-27 07:24 GMT

মোটরসাইকেলের জগতে Hero Splendor বরাবরই উচ্চ প্রশংসিত এক নাম। ভাল মাইলেজ, কম রক্ষণাবেক্ষণ ব্যয়, তথা হিরোর মতো সংস্থার ভরসা একে বেস্ট সেলিং টু-হুইলারে পরিণত করেছে। এই স্প্লেন্ডারের ১২৫ সিসি ভ্যারিয়েন্টের নাম হল Super Splendor। বাইকটিকে এবার নতুন অবতারে বাজারে নিয়ে এসেছে হিরো। নতুন ক্যানভাস ব্ল্যাক (Canvas Black) এডিশনে লঞ্চ হয়েছে Hero Super Splendor। নাম শুনেই বোধগম্য, কালো রঙে বাজারে পা রেখেছে এই জনপ্রিয় মোটরসাইকেল‌‌।

Hero Super Splendor Canvas Black ডিস্ক ও ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টে উপলব্ধ। প্রথমটির ও দ্বিতীয়টির দাম দাম রাখা হয়েছে যথাক্রমে ৭৭,৩৪০ টাকা ও ৮১,৩৩০ টাকা (এক্স-শোরুম)। কিছু নতুন ফিচারের সংযোজন দেখা গিয়েছে বাইকটিতে। পাশাপাশি হিরোর দাবি, এটি বেস্ট ইন ক্লাস মাইলেজ দেবে। এক লিটার পেট্রল পুড়িয়ে ৬০-৬৮ কিলোমিটার অব্দি চলতে পারবে।

Hero Super Splendor Canvas Black এডিশনের ডিজাইন তার সাধারণ মডেলের মতোই। তবে এতে ক্যানভাস ব্ল্যাক পেইন্ট স্কিম রয়েছে এবং কয়েকটি সুক্ষ্ম আপডেট পেয়েছে। যেমন সুপার স্প্লেন্ডারের ত্রিমাত্রিক লোগো। আবার এতে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও স্মার্টফোনের জন্য চার্জিং পোর্ট বর্তমান।

অন্যান্য ভ্যারিয়েন্টের মতো হিরো সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক ১২৫ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা ৭,৫০০ আরপিএম গতিতে ১০.৭ হর্সপাওয়ার ও ৬,০০০ আপরিএম গতিতে ১০.৬ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স। জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা ১৩ শতাংশ বেড়েছে বলে হিরো জানিয়েছে। সংস্থার দাবি, লিটার প্রতি ৬০-৬৮ কিলোমিটার মাইলেজ পাওয়া সম্ভব।

Tags:    

Similar News