Hero MotoCorp-এর নতুন লঞ্চ করা ইলেকট্রিক স্কুটার কিনবেন? তার আগে জেনে নিন এই 5 বিষয়
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এদেশের ইলেকট্রিক স্কুটারের সর্ববৃহৎ বাজারে অবশেষে পা রাখল হিরো মটোকর্প। তাদের প্রথম ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করল Vida ব্র্যান্ডের ছত্রছায়ায়। V1 Plus এবং Pro এই দুটি সংস্করণে মিলবে এই বৈদ্যুতিক স্কুটার। স্বাভাবিকভাবেই Ather 450X, TVS iQube ও Ola S1 Pro এর সাথে হিরোর এই নতুন স্কুটারের দন্দ যে জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। হিরোর এই স্কুটার নিয়ে আপামর ভারতবাসীর মধ্যে কৌতূহলের সীমা ছিল না। তবে এদেশের প্রতিযোগিতামূলক বাজারে সাধারণের সাধ্যের মধ্যে নতুন বৈশিষ্ট্য নিয়ে যে কোন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করাই যথেষ্ট চ্যালেঞ্জের কাজ। আর সেটাই করে দেখিয়েছে হিরো মটোকর্প। এবার Vida V1 এর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vida V1 দাম ও ভ্যারিয়েন্ট
Vida V1 বর্তমানে দুটি ভিন্ন সংস্করণে এদেশের বাজারে মিলবে। প্রথমটি ১.৪৫ লাখ টাকা(এক্স শোরুম) মূল্যে Plus সংস্করণ। আর দ্বিতীয়টি ১.৫৯ লাখ টাকায়(এক্স শোরুম) Pro ভ্যারিয়েন্ট। Vida V1 Plus ভ্যারিয়েন্টের মডেলটিতে ৩.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি লাগানো থাকলেও এর টপ সংস্করণ Pro ভ্যারিয়েন্টে ৪ কিলোওয়াট আওয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারীতে নিকেল, ম্যাঙ্গানিজ ও কোবাল্টের রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা হয়েছে।
Vida V1 পারফরমেন্স ও রেঞ্জ
প্লাস সংস্করণটি ০-৪০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে সময় নেয় ৩. ৪ সেকেন্ড। প্রো ভার্সনের ক্ষেত্রে তা ৩.২ সেকেন্ডেই সম্ভব হয়। রেঞ্জের প্রসঙ্গে বলতে গেলে Vida V1 Plus স্কুটারটি এক চার্জে ১৪৩ কিমি পথ চলতে সক্ষম। অন্যদিকে Pro মডেলটির ক্ষেত্রে রেঞ্জ বেশ খানিকটা বেশি, ১৬৫ কিমি/চার্জ। স্কুটারটির ফাস্ট চার্জিং এর জন্য প্রতি মিনিটে ১.২ কিলোমিটার হারে চার্জ করা সম্ভব হয়।
Vida V1 ফিচার্স
দাম অনুসারে Vida V1 যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির ফিচার ও প্রযুক্তি নিয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এর ব্লুটুথ সংযোজিত ৭ ইঞ্চির কালার টাচস্ক্রিন ডিসপ্লে। অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 4G ও ওয়াইফাই সংযুক্তিকরণ, ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি থেফট অ্যালার্ম, চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা, রিজেনারেটিভ সিস্টেমসহ টু-ওয়ে থ্রোটেল, রিভার্স মোড, SOS অ্যালার্ট, ওভার-দ্য-এয়ার আপডেট, এলইডি হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটর সহ আরো অনেক কিছু।
Vida V1 ডিজাইন ও রং
Vida V1 ইলেকট্রিক স্কুটারটি হিরোর বাকি ইলেকট্রিক স্কুটারের অনুরূপ নয়। ভবিষ্যতের কথা ভেবে এতে ফিউচারিস্টিক লুক দেওয়া হয়েছে। সামনে রয়েছে শার্প ডিজাইনের হেডলাইট ও দুপাশে দেওয়া হয়েছে স্পোর্টি লুকের এলইডি টার্ন সিগন্যাল। এছাড়াও রয়েছে ছোট উইন্ডশিল্ড ও স্প্লিট সিট। V1 Plus এর ক্ষেত্রে মিলবে ম্যাট হোয়াইট, ম্যাট স্পোর্টস রেড ও গ্লস ব্ল্যাক এই তিনটি রংয়ের কম্বিনেশনে। অন্যদিকে Pro ভ্যারিয়েন্টে রয়েছে ম্যাট হোয়াইট, ম্যাট স্পোর্টস রেড, গ্লস ব্ল্যাক ও ম্যাট অ্যাবরেক্স অরেঞ্জ।
Vida V1 ডেলিভারির সময়সূচী
প্রথম দফায় Vida V1 Plus ও Pro মডেল দুটি বেঙ্গালুরু, দিল্লি ও জয়পুর এই তিনটি শহরে ডেলিভারি দেওয়া হবে। ১০ই অক্টোবর অর্থাৎ আজকের দিন থেকে শুরু হবে এর বুকিং। তবে গ্রাহকরা এর চাবি হাতে পেতে সময় লাগবে প্রায় ডিসেম্বরের শেষ পর্যন্ত। Vida V1 এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর পরিবর্তনযোগ্য ব্যাটারি সিস্টেম (Swappable battery)।