Hero Xpulse 300: হিরো সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন দিয়ে নতুন অ্যাডভেঞ্চার বাইক আনছে, কেমন হবে এটি

By :  SUMAN
Update: 2022-08-19 14:17 GMT

XPulse 200T নয়া ভার্সনে আনার পাশাপাশি দেশের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) ৫০০ সিসির কম ডিসপ্লেসমেন্টের বেশ কয়েকটি মডেল লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে একটি XPulse 300‌। যদিও এ বিষয়ে সংস্থার তরফে বিশেষ কিছু জানা যায়নি, তবে সম্প্রতি লাদাখের রাস্তায় বাইকটির পরীক্ষার ছবি ক্যামেরাবন্দী হয়েছে। এই প্রতিবেদনে আপকামিং অ্যাডভেঞ্চার বাইকটির সম্পর্কে পাঁচটি পয়েন্ট আলোচনা করা হল।

ডিজাইন

ছবিতে দেখা গেছে, Hero XPulse 300 নেকেড সেমিফেয়ারিং গোত্রীয়। আবার উইন্ডস্ক্রিন এবং ফ্রন্ট বিক থাকায় অ্যাডভেঞ্চারের বাইকের ফিল আসবে। ওজন কম হওয়ার কারণে আরও ভালো হ্যান্ডলিং পাওয়া যাবে এতে। এছাড়াও, এতে ক্রোম এলিমেন্ট এবং শার্প রিয়ার ভিউ মিররের দেখা মিলেছে। ডিজাইনের দিক থেকে যা আরও আকর্ষণীয় করে তুলেছে একে।

ইঞ্জিন

Hero XPulse 300 অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে একদম নতুন ৩০০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হবে। বলা বাহুল্য, এটাই হবে হিরোর সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন‌ এর ক্ষমতা ৩৫ হর্সপাওয়ারে কাছাকাছি থাকবে বলেই ধারণা‌। উচ্চগতি তোলার জন্য ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৬-স্পিড গিয়ার বক্স।

ফিচার্স

আসন্ন অফরোড বাইকটির ফিচারের তালিকায় দেখা মিলতে পারে ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রিক স্টার্ট, ওয়্যার স্পোক হুইল, মোবাইল কানেক্টিভিটি, প্রভৃতির। এছাড়া লাইটিং সেটআপ সম্পূর্ণরূপে এলইডি হবে বলেই অনুমান।

হার্ডওয়্যার

নতুন XPulse 300 ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার সাসপেনশন-সহ আসার সম্ভাবনা। ডুয়েল চ্যানেল এবিএস সহ ডুয়েল ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে এতে। ছবিতে বড় ফুয়েল ট্যাংক এবং চওডা সিটের দেখা মিলেছে। বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে যদিও এখনও কোনো তথ্য অফিসিয়ালি জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে অফ-রোডের জন্য প্রয়োজনীয় সমস্ত হার্ডওয়্যারের এতে দেখা মিলবে।

লঞ্চের তারিখ এবং প্রতিদ্বন্দ্বী

হিরো তাদের আসন্ন XPulse 300 বাইকটির আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি। এটি ২০২৩-এ বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। বাজারে এলে বাইকটির সঙ্গে Royal Enfield Himalayan, Yezdi Adventure, KTM 390 Adventure ও BMW G310 GS এর কড়া টক্কর চলবে।

Tags:    

Similar News