নতুন Hero Xtreme 125R-এর আসল দাম কত? অন-রোড প্রাইস অনেকেই জানে না
লঞ্চ হয়েই বাজারে শোরগোল ফেলে দিয়েছে Hero Xtreme 125R। ডিজাইনের থেকে এটি হায়ার সিসি বাইকের তুলনায় কোন অংশে কম নয়। ইতিমধ্যেই মোটরসাইকেলটি কেনার জন্য অসংখ্য মানুষ উৎসাহ দেখাতে শুরু করেছেন। এর আইবিএস ভার্সনের মূল্য ৯৫,০০০ টাকা এবং সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলের দাম ৯৯,৫০০ টাকা। কিন্তু এগুলি এক্স-শোরুম প্রাইস। অনেকেই অন-রোড প্রাইস জানেন না। তাই ক্রেতাদের সুবিধার্থে এই প্রতিবেদনে দেশের দশটি বড় শহরে Hero Xtreme 125R-এর আসল দাম দেওয়া থাকল।
ভারতে Hero Xtreme 125R-এর অন-রোড প্রাইস
মুম্বাই – ১,১৩,৩৭০ টাকা
বেঙ্গালুরু – ১,১৬,২৩৯ টাকা
দিল্লী – ১,১০,৫২০ টাকা
পুণে – ১,১৩,৩৭০ টাকা
নভি মুম্বাই – ১,১৩,৩৩৬ টাকা
হায়দ্রাবাদ – ১,১৪,৩২০ টাকা
আমেদাবাদ – ১,০৮,৬২০ টাকা
চেন্নাই – ১,১২,৪২০ টাকা
কলকাতা – ১,১১,৪৭০ টাকা
চন্ডিগড় – ১,১০,৪৮৬ টাকা
উপরে দেখা যাচ্ছে, Hero Xtreme 125R সবচেয়ে সস্তা আমেদাবাদে, এবং সবচেয়ে দামি বেঙ্গালুরুতে। এক্স-শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।
নতুন Hero Xtreme 125R সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ১২৫ সিসি ইঞ্জিনে দৌড়য়। যা থেকে সর্বোচ্চ ১১.৫ বিএইচপি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন হবে। ফাইভ স্পিড গিয়ারবক্সের মাধ্যমে পেছনের চাকায় শক্তি সঞ্চারিত হয়। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, সামনে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়েল রিয়ার মোনোশক সাসপেনশন।
Hero Xtreme 125R সামনে ২৭৬ মিমি ডিস্ক এবং পেছনে ড্রাম ও ডিস্ক ব্রেক সমেত বেছে নেওয়া যায়। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ফুল এলইডি লাইটিং গিয়ার পজিশন সহ এলসিডি স্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ফলে ডিসপ্লেতে কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়া রয়েছে একটি হ্যাজার্ড লাইট সুইচ।