Honda Activa 125 ও Activa 6G কিনতে এবার বাড়তি খরচ হবে, জেনে নিন কত টাকা দাম বাড়ল

By :  SUMAN
Update: 2022-04-08 09:30 GMT

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের রেশ পড়ছে ভারতে বাজারেও। আন্তর্জাতিক বাজারের অশোধিত তেলের দামের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দর। যার জন্য ভুক্তভোগী সমগ্র দেশবাসী। এর কারণ দেশের সকল নাগরিক যানবাহন ব্যবহার না করলেও জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও উত্তাপ বেড়েছে। এহেন পরিস্থিতিতে দেশের জনপ্রিয়তম স্কুটার অ্যাক্টিভা (Activa)-র দাম বৃদ্ধির কথা ঘোষণা করল হন্ডা (Honda)। ক্রেতাদের গোদের ওপর বিষফোঁড়া হওয়ার উপক্রম হলেও এই মূল্যবৃদ্ধি কিন্তু যৎসামান্য। আসুন Honda Activa-র নতুন এক্স-শোরুম মূল্যের তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

হন্ডা অ্যাক্টিভা ৬জি (Honda Activa 6G)

অ্যাক্টিভা ৬জি ভারতের বাজারে দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ - স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। ৬জি স্ট্যান্ডার্ড মডেলটির দাম ৭০,৫৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭১,৪৩২ টাকা। অন্যদিকে অ্যাক্টিভা ৬জি ডিলাক্সের নতুন মূল্য ৭৩,১৭৭ টাকা, আগে ছিল ৭২,৩৪৫ টাকা।

হন্ডা অ্যাক্টিভা ১২৫ (Honda Activa 125)

অ্যাক্টিভা ১২৫ আবার পাঁচটি ভ্যারিয়েন্ট রয়েছে। যার মধ্যে অ্যাক্টিভা ১২৫ ড্রাম ও ড্রাম অ্যালয়ের মূল্য যথাক্রমে ৭৪,১৫৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৪,৮৯৮ টাকা এবং ৭৭,৭২৫ টাকা থেকে বেড়ে ৭৮,৬৫৭ টাকা হয়েছে। আবার অ্যাক্টিভা ১২৫ ডিস্ক মডেলটির নয়া দাম ৮২,১৬২ টাকা, পূর্বে ছিল ৮১,২৮০ টাকা। অন্যদিকে ড্রাম ও ডিস্ক লিমিটেড এডিশন দুটির দর যথাক্রমে ৭৮,৭২৫ টাকা থেকে বাড়িয়ে ৭৯,৬৫৭ টাকা এবং ৮২,২৮০ টাকা থেকে ৮৩,১৬২ টাকা করা হয়েছে।

উপরিউক্ত তালিকা থেকে Honda Activa-র দাম যে খুব সামান্যই বাড়ানো হয়েছে তা এতক্ষণে স্পষ্ট। যদিও এই মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কিছু জানায়নি হন্ডা। তবে অনুমান করা হচ্ছে কাঁচামালের খরচ বেড়ে যাওয়া এই মূল্যবৃদ্ধির নেপথ্যে দায়ী। এদিকে দাম বাড়ানো হলেও হন্ডা অ্যাক্টিভার ফিচার ও স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই Activa 125 Standard মডেলটি পাঁচটি রঙের বিকল্পে এবং লিমিটেড এডিশন মডেল জোড়া দুটি কালার অপশনে বেছে নেওয়া যায়।

Tags:    

Similar News