Honda ভারতে 20 লক্ষ গাড়ি তৈরির মাধ্যমে নতুন মাইলস্টোন ছুঁল, লগ্নি করেছে 10,000 কোটি টাকা
হোন্ডা (Honda), জাপানের এই বিখ্যাত গাড়ি নির্মাণকারী সংস্থাটি ভারতে নতুন মাইলফলক অর্জন করল। দীর্ঘ তিন দশক ধরে ব্যবসা করার পর সংস্থাটি প্রায় ২০ লাখ গাড়ি উৎপাদনের নজির গড়ল। গতকাল রাজস্থানের কারখানা থেকে ২০ লক্ষতম মডেল হিসাবে তারা বার করেছে City সেডানের একটি মডেল। ১৯৯৭ সালে সর্বপ্রথম হন্ডা ভারতের বাজারে তাদের যাত্রা শুরু করে। প্রথমে এটি Honda Siel Cars India (HSCI) নামে ব্যবসা পরিচালনা করত। তারপর ২০১২ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে Honda Cars India limited নামে নামাঙ্কিত করা হয়েছিল। ২০১৭ তে এদের প্রথম কারখানাটি গ্রেটার নয়ডাতে গড়ে ওঠে। যা এখন বন্ধ। বর্তমানে রাজস্থানে তাদের দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে সমস্ত গাড়ি বানাচ্ছে হোন্ডা। ভারতে এখনও পর্যন্ত ১০,০০০ কোটি টাকা লগ্নি করেছে হোন্ডা।
হোন্ডার উৎপাদিত মডেলগুলির মধ্যে রয়েছে সেডান সেগমেন্টের City ও Amaze, এসইউভি সেগমেন্টের WR-V আর হ্যাচব্যাক সেগমেন্টের Jazz। এই বছরের গোড়ার দিকে লঞ্চ করা সিটি মডেলের হাইব্রিড সংস্করণটি এখন বাজারে উপলব্ধ। সংস্থার ঘোষণা অনুযায়ী আগামী বছর তাদের নতুন কম্প্যাক্ট এসইউভি ভারতে আসতে চলেছে।
ভারতের বাজারে বিক্রি হওয়া এমন অনেক মডেল হোন্ডা বর্তমানে বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক রয়েছে সেডান গোত্রের Accord ও Civic। আর আছে BR-V, Mobilo-র মতো এমপিভি এবং CR-Vএসইউভি। এছাড়াও রয়েছে হ্যাচব্যাক সেগমেন্টের Brio, যা ২০১৯ সাল পর্যন্ত উৎপাদিত হয়েছিল। ২০২০-এর ডিসেম্বরে Civic এবং CR-V এর উৎপাদনও হুন্ডা বন্ধ করে দিয়েছে।
ভারতের সেরা ১০ টি গাড়ি নির্মাতাদের মধ্যে অন্যতম হোন্ডা এই বছর অক্টোবরে ৩ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখে সপ্তম স্থান অধিকার করেছে। অক্টোবরেই সংস্থার দ্বারা বিক্রিত গাড়ির সংখ্যা প্রায় ৯,৫৪৩, যার মধ্যে বেশিরভাগই সেডান। বিগত কিছু বছর ধরে হোন্ডার সর্বোচ্চ বিক্রি হওয়া মডেলগুলি ছিল মূলত City ও Amaze। গত মাসে ২৫ বছর পূর্ণ করা হোন্ডা সিটি হল তাদের সবথেকে পুরানো মডেল। ১৯৯৮ সালে এই মডেলের প্রথম সংস্করণটি লঞ্চ করেছিল। হোন্ডার মূল জাপানি প্রতিদ্বন্দ্বী সুজুকি ও টয়োটা সাথে তুলনা করে বলা যায় যে তাকে এখনো ছোট গাড়ি বা এসইউভি সেগমেন্টের গাড়ি তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্প্রতি হোন্ডার হাত ধরে জনপ্রিয় সিটি গাড়িটির হাইব্রিড সংস্করণ আত্মপ্রকাশ করে। ভারতের প্রথম কম্প্যাক্ট সেডান সেগমেন্টের হাইব্রিড ইঞ্জিন দ্বারা পরিচালিত গাড়ি হিসাবে এতে রয়েছে ইভি মোডসহ সেলফ চার্জিংয়ের সুবিধা। হোন্ডার আগত এসইউভি মডেলটি এরকমই হাইব্রিড পাওয়ার ট্রেইন HEV যুক্ত হতে চলেছে। বাজার কাপানো টয়োটা আরবান ক্রুজার HyRyder ও মারুতি সুজুকি Grand Vitara এর সাথে প্রতিযোগিতা করতে মাঠে নামতে চলেছে হোন্ডার আগত এসইউভি মডেল।