Honda Elevate: হোন্ডার নতুন এসইউভি 6 জুন ভারতে আসছে, তুখোড় ফিচার্সে কাঁপাবে বাজার
অবশেষে বহু প্রতীক্ষিত নতুন এসইউভি (SUV) Elevate-এর আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল হোন্ডা কারস ইন্ডিয়া (Honda Cars India)। আগামী ৬ জুন, ২০২৩-এ দিল্লিতে গাড়িটি উন্মোচিত হবে। Honda Elevate ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আত্মপ্রকাশ করবে। এদেশে আসন্ন মডেলটির প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে – Hyundai Creta, Maruti Grand Vitara, Kia Seltos, Toyota Hyryder, Skoda Kushaq ও Volkswagen Taigun।
Honda Elevate SUV : ডিজাইন
এবারে হোন্ডা তাদের আসন্ন এলিভেট এসইউভি-র আংশিক ডিজাইনের সাথে সমগ্র বিশ্বের পরিচয় ঘটিয়েছে। যেখানে দেখা গিয়েছে এতে উপস্থিত এলইডি ডিআরএল সহ স্লিক হেডল্যাম্প, সানরুফ, শার্ক ফিন অ্যান্টেনা এবং স্পোর্টি রিয়ার সেকশন। বড়সড় দৈহিক গঠনের গাড়িটিতে দেওয়া হয়েছে ব্ল্যাক্ড আউট পিলার, প্রমিনেন্ট হুইল আর্চেস, অ্যালয় হুইল এবং বিশ্ববাজারে বিক্রিত নতুন প্রজন্মের WR-V-এর মতো টেলল্যাম্প।
Honda Elevate SUV : ফিচার্স
হোন্ডার নতুন মাঝারি আকৃতির এসইউভি-তে থাকছে হোন্ডা সেন্সিং অ্যাডাস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) প্রযুক্তি। এতে উপলব্ধ ডিপারচার মিটিগেশন সিস্টেম, কলিশন মিটিগেশন ব্রেকিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট এবং অটো হাই বিম। যেগুলি রাস্তায় যাত্রীদের বাড়তি সুরক্ষা প্রদান করবে। আবার ব্লাইন্ড স্পট ডিটেকশনের জন্য এতে দেওয়া হতে পারে হোন্ডার লেন ওয়াচ সিস্টেম।
সুরক্ষাজনিত অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে থাকছে একাধিক এয়ারব্যাগ, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইবিডি সহ এবিএস এবং হিল লঞ্চ অ্যাসিস্ট।
Honda Elevate SUV : ইন্টেরিয়ার
যদিও Honda Elevate SUV-র কেবিনের ডিজাইনের তথ্য সম্পর্কে এখনো ঢাক ঢাক গুড় গুড় বজায় রেখেছে সংস্থা। অনুমান করা হচ্ছে গাড়িটি একটি ১০.২ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম সহ হাজির হবে। যাতে উপলব্ধ থাকবে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, প্রিমিয়াম অডিও সিস্টেম, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্টস, পুশ বাটন স্টার্ট/স্টপ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ক্রুজ কন্ট্রোল সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।
Honda Elevate SUV : ইঞ্জিন ও সম্ভাব্য মূল্য
Honda Elevate একটি হাইব্রিড এসইউভি মডেল হতে পারে বলে আশা করা হচ্ছে। যাতে দেওয়া হতে পারে একটি ১.৫ লিটার পেট্রোল অ্যাটকিনশন সাইকেল পাওয়ারট্রেন। যাতে একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিনও অফার করা হবে। এটি থেকে সর্বোচ্চ ১২১ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে। উভয় ইঞ্জিন City Sedan থেকে ধার করা। দামের প্রসঙ্গে বললে, হোন্ডার আসন্ন এসইউভির মূল্য ১২ লক্ষ থেকে ১৯ লক্ষ টাকা পর্যন্ত যাবে বলে অনুমান করা হচ্ছে।