Top 5 SUV: সেপ্টেম্বরে বাজারে এসেছে দারুণ সব গাড়ি, আপনার কোনটা ভাল লেগেছে বলুন

By :  SUMAN
Update: 2023-09-30 09:03 GMT

অক্টোবর থেকেই মোটামুটি দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর রেশ না কাটতেই গোটা ভারত সামিল হয় দীপাবলি পালনে। এই সময়টা কেনাকাটার ধুম পড়ে যায়। । চাহিদা বাড়ার কারণে বাজার ধরতে সেপ্টেম্বর থেকেই নতুন মডেল লঞ্চ করতে ব্যস্ত হয়ে পড়ে গাড়ি সংস্থাগুলি। এখন ট্রেন্ড এসইউভির দিকে ঝুঁকে। ফলে নির্মাতারাও সময় নষ্ট না করে এই ধরনের বড় গাড়ি বাজারে আনতে শুরু করেছে। সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে দুর্দান্ত পাঁচটি এসইউভি। যা পুজোর বাজার কাঁপাবে বলেই মত বিশেষজ্ঞদের। চলুন দেখে নেওয়া যাক এই মাসে কোন কোন SUV বাজারে এল এবং এদের বিশেষত্ব কী।

Honda Elevate

Honda Elevate ভারতের এসইউভি সেগমেন্টে ৪ সেপ্টেম্বর পথ চলা শুরু করেছে। এটি Hyundai Creta, Kia Seltis, Maruti Suzuki Grand Vitara ইত্যাদি গাড়ির সাথে টেক্কা চালাবে। চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১১৯ বিএইচপি শক্তি এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্স সমেত উপলব্ধ।

Tata Nexon facelift

একসময় ভারতের সর্বাধিক বিক্রিত এসইউভি Tata Nexon এর ফেসলিফ্ট ভার্সন এ মাসের ১৪ তারিখ লঞ্চ হয়েছে। ফলে গাড়িটি নিজের হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে বলেই আত্মবিশ্বাসী টাটা মোটরস। এতে রয়েছে স্লিকার ডিজাইন, Curvv কনসেপ্টের থেকে অনুপ্রাণিত আপডেটেড ইন্টেরিয়র, এবং স্মার্টফোন কানেক্টিভিটি সহ নতুন ইনফোটেনমেন্ট সিস্টেম। এটি ১.২ লিটার পেট্রোল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনে বিকোবে। ম্যানুয়াল এবং এএমটি গিয়ারবক্স সহ উপলব্ধ হয়েছে গাড়িটি। নতুন আপডেট হিসেবে নেক্সন ডিসিটি গিয়ারবক্স পেয়েছে।

Tata Nexon EV facelift

Nexon-এর পাশাপাশি এর ইলেকট্রিক অবতারেও আপডেট দিয়েছে টাটা। Nexon EV facelift এর চ্যাসিস আগের চাইতে আরও বেশি পোক্ত। আবার আইসিই মডেলের চাইতে ভিন্ন ডিজাইন, নতুন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং নতুন ব্র্যান্ড নেম পেয়েছে। গাড়িটি আগের ব্যাটারিতেই অফার করা হচ্ছে। তবে আগের চাইতে বেড়েছে রেঞ্জ। নেক্সন ইভি-র লং রেঞ্জ ভার্সন এখন ফুল চার্জে ৪৬৫ কিলোমিটার পথ ছুটবে।

Volvo C40 Recharge

ভলভো ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে সাফল্যের মুখ দেখেছে। যে কারণে সম্প্রতি C40 Recharge হাজির করেছে তারা। গাড়িটির গ্রিল দ্বারা আবৃত অংশের উপর দিক আইসিই ভার্সন থেকে আলাদা করেছে। এতে XC40 Recharge-এর ৭৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। আগের চাইতে তাই রেঞ্জ বেড়ে হয়েছে ৫৩০ কিলোমিটার।

Mercedes-Benz EQE

Mercedes-Benz চলতি মাসেই তাদের নতুন ইলেকট্রিক এসইউভি লঞ্চ করেছে। যার নাম – EQE। ভারতে এর দাম ১.৩৯ কোটি টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ভারতে তারা এই নিয়ে তিন নম্বর বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল। অল-হুইল ড্রাইভ সেটআপ সমেত গাড়িটির রেঞ্জ ৫৫০ কিলোমিটার। ব্যাটারির উপর কোম্পানি ১০ বছরের ওয়ারেন্টি অফার করছে।

Tags:    

Similar News