Honda মেড-ইন-ইন্ডিয়া মোটরসাইকেল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের রপ্তানি শুরু করল
Honda ভারতে দু'দশকের বেশি সময় ধরে তাদের দু'চাকা গাড়ি ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে। মূলত Activa স্কুটারের দৌলতে জনপ্রিয়তার শীর্ষে উঠলেও সংস্থাটির কমিউটার মোটরসাইকেলের বেশ কদর রয়েছে বাজারে। তার মধ্যে SP125 কয়েক বছর ধরে ভারতীয়দের আস্থা ও ভরসা জুগিয়েছে। এবার সেটি ভারতীয় ভূখণ্ড ছেড়ে বিদেশে পাড়ি দিল। হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) মেড-ইন-ইন্ডিয়া SP125 অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রপ্তানির কথা জানিয়েছে।
ভারতে সম্পূর্ণ তৈরি করে বাইকটি সেখানে জাহাজে করে পাঠানো হয়েছে। অবশ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পা রাখতেই মডেলটির নতুন নামকরণ করা হবে CB125F। ইতিমধ্যেই ২৫০ ইউনিট ওশিয়ানিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাজস্থানের আলওয়ারে অবস্থিত হোন্ডার কারখানায় SP125 এর উৎপাদন হয়েছে।
হোন্ডার ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর প্রেসিডেন্ট এবং সিইও আতুশি ওগাতা বলেন, "ভারতে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেল লঞ্চ আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ধারাবাহিক ভাবে গুণমান বজায় রাখার জন্য সমগ্র বিশ্বের ৩৮টি দেশে হোন্ডার গ্রাহক বর্তমান৷।" প্রসঙ্গত, ২০০১ সালে Activa মডেলটি দিয়ে ভারত থেকে রপ্তানির কাজ শুরু করেছিল হোন্ডা। বর্তমানে তাদের ১৯টি বাইক ও স্কুটারের মডেল এশিয়া, ওশিয়ানিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় রপ্তানি হয়।
উল্লেখ্য, SP125 হল ভারতে হোন্ডার প্রথম BS6 মোটরসাইকেল। ১৯টি পেটেন্টযুক্ত ১২৫ সিসির এই বাইক eSP প্রযুক্তির HET ইঞ্জিন দ্বারা পরিচালিত। এলইডি হেডল্যাম্প, ইঞ্জিন স্টার্ট-স্টপ বোতাম, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ, ইন্টিগ্রেটেড হেডল্যাম্প বিম রয়েছে এতে। এছাড়া, এর ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এভারেজ ফুয়েল ইকোনমি, রিয়েল-টাইম ফুয়েল এফিশিয়েন্সির রিডআউট অফার করে।