Honda: ভারতে ইলেকট্রিক স্কুটার আনতে তোড়জোড় হোন্ডার, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না

By :  SUMAN
Update: 2024-05-15 14:20 GMT

হোন্ডা মোটর কোম্পানির (Honda Motor Company) শাখা হোন্ডা আর অ্যান্ড ডি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Honda R&D India Pvt. Ltd.) বেঙ্গালুরুতে নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করল। হোন্ডার আর অ্যান্ড ডি সেন্টারে সংস্থার মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলে। আর বেঙ্গালুরুতে গড়ে ওঠা নতুন আর অ্যান্ড ডি সেন্টার সংস্থার ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে গবেষণায় গতি আনতে ব্যবহৃত হবে।

Honda বেঙ্গালুরুতে Solution R&D Center খুলল

এ বছর ভারতের বাজারে একজোড়া ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনার বিষয়ে আগেই ঘোষণা করেছিল হোন্ডা। সংসার নতুন পদক্ষেপ দেখে মনে করা হচ্ছে, একটি ইলেকট্রিক মোটরসাইকেল'ও হাজির করা হবে। প্রতিটি মডেল এদেশের মাটিতেই তৈরি করা হবে এবং এগুলি সোয়াপেবল ব্যাটারি সহ আসতে পারে। আবার এ দেশ থেকে কমিউটার মডেলের ইলেকট্রিক টু হুইলারগুলি বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে হোন্ডা। ফলে বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব আরও বেড়ে যাবে।

অন্যদিকে, মানেসার প্ল্যান্টে আইসিই মডেলের ইঞ্জিন তৈরির জন্য নতুন অ্যাসেম্বলি লাইন খুলেছে হোন্ডা। এগুলিও প্রধানত রপ্তানি করা হবে। সংস্থার গ্লোবাল ইলেক্ট্রিফিকেশন কৌশলের অংশ হিসেবে পদক্ষেপ করছে সংস্থা। যাতে করে ২০৫০-এর মধ্যে ভারত এবং আন্তর্জাতিক বাজারে হোন্ডা কার্বন নিরপেক্ষ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

হোন্ডা বলেছে, তাদের নতুন সলিউশন আর অ্যান্ড ডি সেন্টারে বৈদ্যুতিক যানবাহনে ব্যবহারের জন্য অত্যাধুনিক প্রযুক্তির কাজ চলবে। অন্যান্য সংস্থার কৌশল দেখে বিভিন্ন সফটওয়্যার এবং কানেক্টেড পরিষেবার ওপর কাজ করছে তারা। এক্ষেত্রে নতুন অংশীদারের সাথে হাত মেলাতেও প্রস্তুত সংস্থা। যাতে করে ব্যবসার সম্প্রসারণ ঘটানো যায়।

হোন্ডা'র বক্তব্য, নতুন আর অ্যান্ড ডি সেন্টারের ভৌগোলিক অবস্থান সমমনস্ক সংস্থার সাথে জোটবদ্ধ হতে সহায়তা করবে। উল্লেখ্য, বেঙ্গালুরু বর্তমানে ইভি টু-হুইলারের শিল্পতালুকে পরিণত হয়েছে। Ather Energy, Ola Electric, TVS, Ultraviolette, Oben, Orxa-এর মত নামজাদা টু হুইলার কোম্পানিগুলি দক্ষিণ ভারতেই শহরটিকে নিজেদের ঘাঁটি গড়ার জন্য আদর্শ হিসাবে বেছে নিয়েছে।

Tags:    

Similar News