Hero Splendor এর দাদাগিরি থামাতে দেশে নতুন Honda Shine 100 এর ডেলিভারি শুরু
১০০ সিসি কমিউটার সেগমেন্টে Hero Splendor-এর সাথে পাঙ্গা নিতে বাজারে Honda Shine 100-এর আগমন ঘটেছে। বলাই বাহুল্য এটি ভারতে হোন্ডা (Honda)-র সবচেয়ে সস্তার মোটরসাইকেল। যার দাম ৬২,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এবারে বাইকটির ডেলিভারি শুরুর কথা জানালো জাপানি সংস্থাটি। প্রথম দিনেই ৫০০ ইউনিট ডেলিভারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোন্ডা।
আবার Shine 100-এ হোন্ডা স্পেশাল অফার দিচ্ছে। যেমন ফাইন্যান্সের জন্য কোনওরকম ডকুমেন্টেশন চার্জ ছাড়াই চেনা যাচ্ছে বাইকটি। এছাড়াও রয়েছে – বিনা আগাম ইএমআই এবং মাত্র ১ টাকার প্রসেসিং ফি। আবার বাইকটিতে ১০ বছরের ওয়ারেন্টি প্যাকেজ (৩ বছর স্ট্যান্ডার্ড + ৭ বছর অপশনাল এক্সটেন্ডেড ওয়ারেন্টি) অফার করছে হোন্ডা।
Honda Shine 100 : কালার ও প্রতিপক্ষ
হোন্ডা শাইন ১০০ মোট চারটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – ব্লু স্ট্রাইপ সহ ব্ল্যাক, গ্রীন স্ট্রাইপ সহ ব্ল্যাক, গোল্ড স্ট্রাইপ সহ ব্ল্যাক ও গ্রে স্ট্রাইপ সহ ব্ল্যাক। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Hero Splendor+, Hero HF Deluxe, Bajaj Platina 100 ও TVS Sport। হোন্ডা জানিয়েছে শাইন ১০০-এর ডিজাইন Shine 125-এর থেকে অনুপ্রাণিত। এতে উপস্থিত অল হ্যালোজেন লাইটনিং, একটি অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সিঙ্গেল পিস সিট এবং অ্যালয় হুইল।
Honda Shine 100 : ইঞ্জিন
Honda Shine 100-এ এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি নতুন ৯৮.৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭.২ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম গতিতে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ফোর স্পিড গিয়ারবক্স ইউনিট সহ এসেছে বাইকটি। নয়া নির্গমন বিধি বিএস৬ ফেজ২ মেনে এতে পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। যদিও শাইন ১০০-এর মাইলেজ এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে তাদের দাবি, এটি মাইলেজের দিক থেকে সেরা মোটরসাইকেল।