Splendor-কে চাপে ফেলতে Honda-র সবচেয়ে সস্তা বাইকের উৎপাদন শুরু হল, শীঘ্রই শোরুমে

By :  SUMAN
Update: 2023-05-04 06:04 GMT

কমিউটার বাইক সেগমেন্টে Hero Splendor-এর রমরমাকে চ্যালেঞ্জ জানাতে হোন্ডা (Honda) সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের সবচেয়ে সস্তা মডেল Shine 100। এবারে কর্ণাটকের নার্সাপুরাতে সংস্থার কারখানায় মোটরসাইকেলটি উৎপাদন প্রক্রিয়া শুরু হল। ডিলারদের ডিসপ্যাচও চালু হয়ে গিয়েছে এবং গ্রাহকরা খুব তাড়াতাড়ি ডেলিভারি পেতে চলেছেন।

এদিন হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)-এর সভাপতি – সুতসুমু ওতানি, সিনিয়র ডিরেক্টর এবং হিউম্যান রিসোর্স ও অ্যাডমিনিস্ট্রেশন – বিনয় ধিঙ্গরা, এবং ডিরেক্টর প্রোডাকশন নবীন আওয়াল সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে কারখানা থেকে Honda Shine 100 বেরোনোর উদযাপনী অনুষ্ঠান পালন করা হয়।

সাইম ১০০ জাপানি সংস্থাটির কাছে একটি অতি গুরুত্বপূর্ণ মোটরসাইকেল। কারণ দীর্ঘদিন বাদে ১০০ সিসির কমিউটার সেগমেন্টে নতুন করে পা রেখেছে তারা। Honda Shine 100-এর দাম ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। পাঁচটি রঙের বিকল্পে অফার করা হয় এটি – রেড স্ট্রিপ সহ ব্ল্যাক, ব্লু স্ট্রিপ সহ ব্ল্যাক, গ্রীন স্ট্রিপ সহ ব্ল্যাক, গোল্ড স্ট্রিপ সহ ব্ল্যাক এবং গ্রে স্ট্রিপ সহ ব্ল্যাক।

Honda Shine 100: স্পেসিফিকেশন

বাজারে Honda Shine 100-এর মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hero Splendor Plus ও Bajaj Platina 100। এগিয়ে চলার শক্তি জোগাতে বাইকটিতে দেওয়া হয়েছে একটি ৯৮.৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৭.২ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম গতিতে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৪-স্পিড গিয়ারবক্স। ভারতের নয়া নির্গমন বিধি মেনে মোটরসাইকেলটি লঞ্চ করা হয়েছে। এটি ই২০ অর্থাৎ ৮০ শতাংশ পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানলের মিশ্রনের ফলে উৎপন্ন জ্বালানিতে চলতে সক্ষম।

পেট্রোল সাশ্রয়কারী মোটরসাইকেল হিসেবে দাবি করা হলেও এর মাইলেজ সম্পর্কে এখনও পর্যন্ত কোন বার্তা হোন্ডার তরফে পাওয়া যায়নি। হোন্ডা সাইন ১০০ এর জন্য একটি নতুন ডায়মন্ড ফ্রেম তৈরি করেছে। যার সাথে সংযুক্ত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবজর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। উপস্থিত কম্বি ব্রেকিং সিস্টেম।

Tags:    

Similar News