Honda Shine 100 নাকি TVS Radeon? সস্তায় কোন মোটরসাইকেল সেরা, কার ইঞ্জিনে বেশি শক্তি
ভারতের কমিউটার বাইকের তালিকায় যুক্ত হওয়া নতুন নাম হলো Shine 100। সৌজন্যে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। এমনিতেই ভারতের মতো দেশে কম সক্ষমতার ইঞ্জিন সমৃদ্ধ কমিউটার বাইকগুলি স্বল্প খরচে প্রতিদিনের যাতায়াতের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে বলে এগুলির বিক্রি সর্বাধিক। বাস্তবিক এই চিত্রকে মান্যতা দিতেই ভারতের লঞ্চ হয়েছে হোন্ডার এই এন্ট্রি লেভেলের বাইকটি। চরম প্রতিযোগিতা পূর্ণ এই সেগমেন্টে থাকা অন্যান্য বেশ কিছু বাইকের মধ্যে TVS Radeon যথেষ্টই সুনাম অর্জন করেছে তার নিজের জায়গায়। বাইক দু'টির মধ্যে তুলনামুলক আলোচনা রইল আজকের প্রতিবেদনে।
Honda Shine 100 vs TVS Radeon: লুকস
বাস্তবিক ব্যবহারের কথা স্মরণে রেখে হোন্ডা সাইন ১০০ এর ডিজাইন অতি সাধারণ করা হয়েছে। সাইন ১২৫ এর থেকে সামান্য কিছু স্টাইল ধার করলেও তা খানিকটা ডাউনগ্রেড করা আছে এই মডেলটিতে। অন্যদিকে টিভিএস রেডন একঝলক দেখলে খানিকটা বড় এবং আধুনিক বলে মনে হবে। হেডল্যাম্পের চারপাশ, ইঞ্জিনের অংশ, এগজস্ট পাইপের বিভিন্ন জায়গায় ক্রোমের কাজ থাকায় আকর্ষণ বেশি।
Honda Shine 100 vs TVS Radeon: হার্ডওয়ার
দুটি বাইকের মধ্যেই সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজরভার বিদ্যমান। টিভিএস এর এই বাইকটির ক্ষেত্রে পেছনের দিকে থাকা শক অ্যাবজর্ভার টিকে ৫ ধাপ পর্যন্ত অ্যাডজাস্ট করা যায়। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে উভয় বাইকের উভয় চাকাতেই ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। যদিও রেডন এর সামনের চাকায় ডিস্ক ব্রেক অপশন হিসেবে পাওয়া যায়। এই বাইকটিতে ১৮ ইঞ্চির টিউবলেস টায়ার যুক্ত চাকা ব্যবহার করা হলেও হোন্ডা সাইন ১০০ তে রয়েছে টিউব সমেত টায়ার যুক্ত ১৭ ইঞ্চির চাকা।
Honda Shine 100 vs TVS Radeon: ইঞ্জিন স্পেসিফিকেশন
হোন্ডা সাইন ১০০ বাইকটিকে চালিকা শক্তি যোগায় ৯৮.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন যা থেকে উৎপন্ন হওয়া পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৭.২৮ বিএইচপি এবং ৮.০৫ এনএম। সাথে রয়েছে চার ধাপযুক্ত ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম। অপর হাতে থাকা টিভিএস রেডন বাইকটির প্রাণ ভোমরা হল ১০৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.০৮ বিএইচপি এবং সর্বাধিক ৮.০৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রেও গিয়ারের সংখ্যা চার।
Honda Shine 100 vs TVS Radeon: দাম
মাত্র ৬৪,৯০০ টাকাতেই আপনি কিনতে পারবেন হোন্ডা সাইন ১০০। তবে টিভিএস রেডন এর দাম ৬০,৯২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৮,৮৩৪ টাকা পর্যন্ত গিয়েছে। এগুলি সবই এক্স শোরুম মূল্য হিসাবে দেওয়া। টিভিএস রেডন মডেলটিতে ডুয়েল টোন পেইন্ট স্কিম সহ টপ ভার্সনে ডিস্ক ব্রেক থাকায় এর দাম খানিকটা বেশি।