Ola সাবধান, Honda-র ইলেকট্রিক স্কুটারের মোকাবিলা করা হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ

By :  SUMAN
Update: 2023-02-02 09:33 GMT

হোন্ডা ভারতের টু-হুইলার সেগমেন্টে নিজেদের সুখ্যাতি প্রতিষ্ঠা করেছে। তাদের স্কুটার ও বাইকগুলি ভরসাযোগ্য এবং সহজ পরিষেবা দানের জন্য অতি পরিচিত। Honda Activa স্কুটারটি যার প্রকৃষ্ট উদাহরণ। দীর্ঘদিন ধরেই এটি দেশের সর্বাধিক বিক্রিত স্কুটি। কিন্তু বর্তমানে সারা বিশ্বে ইলেকট্রিক টু-হুইলারের নবজাগরণ শুরু হয়েছে। যে ক্ষেত্রে জাপানি সংস্থাটিও অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে। আসুন সংস্থার আসন্ন ইলেকট্রিক মডেল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Activa EV

বেশ কয়েক বছর ধরেই অ্যাক্টিভা ইভি নিয়ে জোর জল্পনা চলছে। অবশেষে হোন্ডা এই স্কুটারটির সম্পর্কে মুখ খুলল। সূত্রের খবর অ্যাক্টিভা-র ওপর ভিত্তি করে হোন্ডা এদেশে একটি ইলেকট্রিক স্কুটার তৈরি করছে। পরিবর্তন বলতে এতে ইঞ্জিনের বদলে কেবল ইলেকট্রিক পাওয়ারট্রেন দেওয়া হবে। এছাড়া একটি ফিক্সড ব্যাটারি প্যাক থাকছে, যা ৫০ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ অফার করবে।

হোন্ডার পরিকল্পনা

Activa EV-র পর হোন্ডা বর্তমানে এদেশের সর্বাধিক জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার Ola S1 Pro ও Ather 450X-এর সাথে টক্কর দিতে একটি অন্য মডেল হাজির করতে পারে। একটি আদর্শ ইলেকট্রিক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে সোয়াপেবেল ব্যাটারি সমেত আসবে এটি। যা হালফিলের ইলেকট্রিক স্কুটারের রেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে হাজির হবে।

Honda-র নতুন মডেলটির দাম ও লঞ্চের সময়সূচি

হোন্ডা বর্তমানে এদেশে ইলেকট্রিক মোটর নির্মাণের পরিকল্পনা করছে। যাতে স্কুটারের দাম মধ্যবিত্তের হাতের নাগালে রাখা যায়। তাই এটি সস্তার দামে লঞ্চ হবে বলেই আশা করা যায়। তার আগে হোন্ডা এদেশে ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরির ইচ্ছা প্রকাশ করেছে। ২০২৪ এর মার্চে Activa EV বাজারে আসছে। দ্বিতীয় ই-স্কুটারটি কবে নাগাদ লঞ্চ হতে পারে, তা অবশ্য জানা যায়নি।

Tags:    

Similar News