Honda ইলেকট্রিক স্কুটার ভারতে কবে লঞ্চ করবে ? বড় ঘোষণা আসছে 29 মার্চ
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) গতকালই ভারতে তাদের সবচেয়ে সস্তার কমিউটার মোটরসাইকেল Shine 100 লঞ্চ করেছে। যার মূল্য ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। লঞ্চের মঞ্চ থেকেই সংস্থাটি অফিসিয়ালি জানিয়েছে, যে আগামী ২৯ মার্চ, ২০২৩-এ তারা ভারতের বাজারে তাদের বৈদ্যুতিক মডেল লঞ্চের বিশদ পরিকল্পনা প্রকাশ করবে।
হোন্ডার বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় প্রথম ভারতীয় মডেল হিসাবে বেস্ট-সেলিং স্কুটার Activa-র ব্যাটারিচালিত মডেলটি হাজির করা হতে পারে। ২০২৪-এর মার্চে আত্মপ্রকাশ করতে পারে স্কুটারটি।
Honda Activa ইলেকট্রিক স্কুটার কেমন হবে
এইচএমএসআই তাদের Activa H-Smart ভ্যারিয়েন্টটি লঞ্চের সময়তেও বৈদ্যুতিক স্কুটার আনার বিষয়ে আভাস দিয়েছিল। কোম্পানির এমডি এবং সিইও আতসুশি ওগাতা বলেছিলেন, ভারতের বাজারের জন্য হোন্ডার প্রথম ইভি তৈরির কাজে জাপানের দলের সাথে যৌথভাবে হাত লাগানো হয়েছে। এটি Activa 6G-এর উপর ভিত্তি করে এদেশের জন্য উপযুক্ত মডেলটি হোন্ডার হরিয়ানার মানেসারের কারখানাতে তৈরি করা হবে।
হোন্ডা অ্যাক্টিভা-র আসন্ন ইলেকট্রিক ভার্সনটি অ্যাক্টিভা ৬জি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে একটি ইলেকট্রিক পাওয়ারট্রেন সহ আসবে, যার সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ৫০ কিলোমিটার। তবে স্কুটারটির ব্যাটারি ক্যাপাসিটি এবং রেঞ্জ সম্পর্কিত কোন তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আসন্ন স্কুটারটিতে একটি ফিক্সড ব্যাটারি দেওয়া হবে।
Honda Shine 100 ও Honda Activa H-Smart
প্রসঙ্গত, হোন্ডার নতুন লঞ্চের তালিকায় রয়েছে হোন্ডা শাইন ১০০ ও হোন্ডা অ্যাক্টিভা এইচ-স্মার্ট। এদের দাম যথাক্রমে ৬৪,৯০০ টাকা ও ৮০,৫৩৭ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। শাইন ১০০ হল হোন্ডার সবচেয়ে সস্তার মোটরসাইকেল, যাতে দেওয়া হয়েছে একটি ৯৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৭.৬ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে, অ্যাক্টিভা এইচ-স্মার্ট-এর ১০৯.৫১ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড মোটর থেকে সর্বোচ্চ ৭.৭৩ বিএইচপি শক্তি এবং ৮.৯ এনএম টর্ক পাওয়া যায়।