জিরো ডাউনপেমেন্টে গাড়ি, সঙ্গে 5,000 টাকা ক্যাশব্যাক, কালিপুজোর আগে হোন্ডার বিরাট অফার
উৎসবের আনন্দে মাতোয়ারা ক্রেতাদের আরেকটু বেশি উদ্বেলিত করতে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle and Scooter India) স্পেশাল ফেস্টিভ সিজন অফারের ঘোষণা করল। যার আওতায় মিলবে ৫,০০০ টাকার ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্ট, নো কস্ট ইএমআই, লোনের ক্ষেত্রে মাত্র ৬.৯৯% সুদের হার, ইত্যাদি। তবে এই অফার নির্দিষ্ট সময়ের জন্য এবং শর্তাবলী প্রযোজ্য বলে জানিয়েছে হোন্ডা।
Honda নির্দিষ্ট সময়ের জন্য দিচ্ছে আকর্ষণীয় অফার
সম্প্রতি বাজারে CB300R-এর OBD2 পালনকারী মডেল লঞ্চ করেছে হোন্ডা। বাইকটির দাম ২.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে, যা পূর্বের চাইতে ৩৭,০০০ টাকা কম। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Bajaj Dominar 400, TVS Apache RTR 310, KTM 390 Duke এবং BMW G 310 R।
Honda CB300R-এ শক্তির জোগান দিতে উপস্থিত ২৮৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলিং DOHC ইঞ্জিন বর্তমান। এটি থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৯.৯৮ বিএইচপি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ২৭.৫ এনএম টর্ক পাওয়া যায়। স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ইঞ্জিনটিতে ৬-গতির গিয়ার উপলব্ধ।
আবার হোন্ডা লিমিটেড এডিশন Activa বাজারে এনেছে। এর স্ট্যান্ডার্ড এবং স্মার্ট ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮০,৭৩৪ টাকা ও ৮২,৭৩৪ টাকা (এক্স-শোরুম)। লিমিটেড এডিশনের কেবল ডিজাইনে পরিবর্তন দেওয়া হয়েছে। এটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ – পার্ল সাইরেন ব্লু ও ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক। এতে 3D প্রতীক ও প্রিমিয়াম ব্ল্যাক ক্রোম গার্নিশ এবং রিয়ার গ্র্যাবরেলে বডি কালার ডার্ক ফিনিশ দেওয়া হয়েছে। এর DLX ভ্যারিয়েন্টের অ্যালয় হইলে টিউবলেস টায়ার বর্তমান।