রোদে পুড়ে বাইক ঠেলে কেন কষ্ট করছেন, যখন 50,000 টাকা ছাড়ে গাড়ি দিচ্ছে Hyundai

By :  SUMAN
Update: 2023-05-16 13:58 GMT

মে মাস শুরু হতেই একে একে গাড়ি সংস্থাগুলি দরাজ হস্তে ডিসকাউন্টের ঘোষণা করে চলেছে। এবারে সেই তালিকায় নাম লেখালো বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হুন্ডাই (Hyundai)। সংস্থাটি তাদের সংগ্রহের পাঁচটি জনপ্রিয় গাড়িতে মে মাস জুড়ে ছাড় দেওয়ার কথা জানিয়েছে। তবে অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুম থেকে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Hyundai Grand i10 Nios

দক্ষিণ কোরিয়ান সংস্থার এন্ট্রি-লেভেল মডেল হিসেবে Grand i10 Nios-এর জনপ্রিয়তা নজরে পড়ার মতোই। বর্তমানে গাড়িটিতে ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট চলছে। এছাড়া অতিরিক্ত ডিসকাউন্টের মধ্যে ১০,০০০ টাকা এবং কর্পোরেট ক্রেতাদের জন্য অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় অফার করছে হুন্ডাই। সব মিলিয়ে ৩৮,০০০ টাকা ছাড়ে কেনা যাচ্ছে গাড়িটি।

Hyundai Aura

কম্প্যাক্ট সেডান Hyundai Aura-তে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ২০,০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস বাবদ ১০,০০০ টাকা এবং কর্পোরেট সেক্টরে কর্মরত হলে ৩,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ৩৩,০০০ টাকার ছাড় পাওয়া যাবে এতে। আবার Aura-র CNG ভ্যারিয়েন্টে মিলবে সর্বোচ্চ ২৩,০০০ টাকার ডিসকাউন্ট।

Hyundai i20 ও i20 N Line

Hyundai i20 প্রিমিয়াম হ্যাজব্যাক গাড়িটির Magna ও Sports ট্রিমে চলতি মাসে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। সব মিলিয়ে ২০,০০০ টাকার ডিসকাউন্ট সহ বাড়ি আনা যাবে Hyundai i20। আবার পারফরম্যান্স ভিত্তিক মডেল i20 N Line-তে মিলছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট।

Hyundai Kona EV

হুন্ডাইয়ের ইলেকট্রিক এসইউভি (SUV) Kona EV-তে মে মাসে ৫০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে এক্সচেঞ্জ কাস্টমার বা কর্পোরেটদের জন্য অতিরিক্ত বেনিফিট নেই। প্রসঙ্গত, হুন্ডাই বর্তমানে Venue, Venue N Line, Creta, Verna, Alcazar এবং Tucson-এ কোনো ছাড় দিচ্ছে না।

Tags:    

Similar News