Maruti-কে সেয়ানে সেয়ানে টক্কর Hyundai-র, গাড়িতে 2 লক্ষ টাকা ছাড়, কোন কোন মডেলে

By :  techgup
Update: 2023-08-04 13:31 GMT

Maruti Suzuki-র পর এবার দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা Hyundai Motor India আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল। সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, গাড়িতে সর্বোচ্চ ২ লাখ টাকার ডিসকাউন্ট দিচ্ছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। ছাড়ের তালিকায় রয়েছে i20, i20 N Line, Grand i10 Nios, Aura, Alcazar এবং kona Electric। অফারের মধ্যে রয়েছে নগদ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট এবং সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা আলাদা সুযোগ। তবে Creta, Venue, Verna র মত বেশকিছু বেস্ট সেলিং মডেল ছাড়ের আওতায় রাখা হয়নি। প্রসঙ্গত, অঞ্চল ও শোরুম ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী ডিলারশিপ থেকে অফার সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইলো আমাদের তরফে।

Hyundai Kona Electric :

দক্ষিণ কোরিয়ার এই বিখ্যাত সংস্থাটির ভারতীয় পোর্টফোলিওতে থাকা প্রথম বৈদ্যুতিক গাড়ি হল কোনা ইলেকট্রিক। এই মডেলটির উপর সর্বোচ্চ ২ লাখ টাকা অব্দি ছাড় মিলবে। উল্লেখ্য গত জুলাই মাসে ছাড়ের অঙ্ক ছিল ১ লাখ টাকা। বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে নজর দিলে দেখা যাবে এতে রয়েছে ৩৯.২ কিলো ওয়াট আওয়ার এর লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। আর ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ১৩৬ পিএস শক্তি এবং ৩৯৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।

Hyundai i20, i20 N Line:

এখানে উক্ত দুটি মডেলের জন্যে ৪০,০০০ টাকার বেনিফিট প্রযোজ্য। ১০ লাখ টাকা বাজেটের মধ্যে প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি হিসেবে যথেষ্ট নাম রয়েছে i20 ও i20 N Line এর। দুটি গাড়িতেই নানা ধরনের অত্যাধুনিক ফিচার বিদ্যমান। এর টপ মডেল অর্থাৎ Asta (O) ভ্যারিয়েন্টে ২৬.০৩ সেমি চওড়া এইচডি টাচস্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট স্ক্রিন এবং নেভিগেশন সিস্টেম উপলব্ধ।

Hyundai Grand i10 Nios:

হুন্ডাই এর আরও এক হ্যাচব্যাক Grand i10 Nios এর উপর সর্বাধিক ৪৩,০০০ টাকার সুযোগ-সুবিধা থাকছে এই মাসে। গাড়িটির জন্য রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট অফার। এই গাড়িটির চালিকাশক্তি জোগায় ১.২ লিটারের কাপ্পা পেট্রোল ইঞ্জিন। সাথে ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স যুক্ত। এটি অবশ্য সিএনজি ভার্সনেও উপলব্ধ।

Hyundai Aura:

আগস্ট মাসের জন্য হুন্ডাই Aura সেডানটিতে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ওয়ারলেস ফোন চার্জিং থেকে শুরু করে চাবি ছাড়া ইঞ্জিন স্টার্ট ও ক্রুজ কন্ট্রোল এর মত নানান বৈশিষ্ট্য একে অন্য গাড়িদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে।

Hyundai Alcazar:

হুন্ডাই এর এই নামকরা এসইউভি গাড়িটির উপর চলতি মাসে ২০,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ছয় ও সাত সিটের অপশন। এমনকি তিনটি সারিতেই পাবেন এডজাস্টেবল হেডরেস্টের ব্যবস্থা।

Tags:    

Similar News