চোখ ফেরানোই দায়! বাজার কাঁপাতে হাজির Hyundai Creta Facelift, ফিচার্স চমকে দেবে

By :  techgup
Update: 2024-01-17 05:26 GMT

অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অবতারে লঞ্চ হল Hyundai Creta। ভারতের অন্যতম জনপ্রিয় এই কম্প্যাক্ট এসইউভি'র ফেসলিফ্ট ভার্সনের ডিজাইনে যেমন পরিবর্তন হয়েছে, তেমনই অত্যাধুনিক ফিচার্স যুক্ত হতে দেখা গিয়েছে। নতুন হুন্ডাই ক্রেটার দাম শুরু হচ্ছে ১০.৯৯ লাখ টাকা থেকে (এক্স শোরুম)। চলুন দেখে নিই, গাড়িটিতে কী কী চমক রয়েছে।

Hyundai Creta Facelift: ডিজাইন

ফ্রন্টে নতুন রেডিয়েটার গ্রিল এবং উঁচু করা হুডের কারণে আগের তুলনায় অনেক বেশি দৃষ্টি আকর্ষণের ক্ষমতা রাখে হন্ডাই ক্রেটা। সামনের অংশের ডিজাইন আরো সুন্দর করতে ব্যবহার করা হয়েছে নতুন অনুভূমিক এলইডি লাইট এবং ডিআরএল ও তার সাথে যোগ্য সঙ্গত করছে কোয়াড বিম এলইডি হেডল্যাম্প। পিছনের অংশে রয়েছে সরু কানেক্টেড টেলল্যাম্প। ফেসলিফ্টে ছয়টি সিঙ্গেল টোন কালার উপলব্ধ। এগুলি হল এমিরাল্ড পার্ল (নতুন), ফেয়ারি রেড, রেঞ্জার খাঁকি, অ্যাবিস ব্ল্যাক, অ্যাটলাস হোয়াইট এবং টাইটান গ্রে। এছাড়াও অ্যাটলাস হোয়াইট-এর সাথে ব্ল্যাক রুফ সহযোগে ডুয়েল পেইন্ট স্কিমের মডেল পাওয়া যাবে।

Hyundai Creta Facelift: ইঞ্জিন স্পেসিফিকেশন

নিউ জেনারেশন হুন্ডাই ক্রেটা তিন ধরনের ইঞ্জিন অপশন সহ এসেছে। ১.৫ লিটারের MPi পেট্রোল ইঞ্জিন (১১৫ পিএস শক্তি এবং ১১৪ এনএম টর্ক), ১.৫ লিটারের U2 CRDi ডিজেল ইঞ্জিনের (১১৬ পিএস এবং ২৫০ এনএম টর্ক)। পাশাপাশি এবারে যুক্ত হয়েছে ১.৫ লিটারের কাপ্পা টার্বো GDi পেট্রোল ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৬০ পিএস শক্তি এবং ২৫৩ এনএম টর্ক তৈরির ক্ষমতা রাখে। সিক্স স্পিড ম্যানুয়াল, আইভিটি, সেভেন স্পিড ডিসিটি এবং সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন অপশনে বেছে নেওয়া যাবে এই এসইউভি।

Hyundai Creta Facelift: ইন্টেরিওর ফিচার

ককপিটের ডিজাইন থেকে উৎসাহিত হয়ে হুন্ডাই ক্রেটা ফেসলিফ্টের অন্দরমহলে সকলের দৃষ্টি কাড়বে ১০.২৫ ইঞ্চির ইনফোটেনমেন্ট স্ক্রিন এবং ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। উপরন্তু ভেন্টিলেটেড সিট, এইট-ওয়ে পাওয়ার ড্রাইভিং সিট, প্যানোরামিক সানরুফ থাকছে এতে। তাছাড়া, ডুয়েল জোন অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল যুক্ত হওয়ার কারণে গ্রাহকরা তাদের পছন্দমত ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন।

Hyundai Creta Facelift: সেফটি ফিচার

হুন্ডাই ক্রেটা ফেসলিফ্টে গ্রাহকদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। গাড়িতে অন্যতম প্রধান সুরক্ষা ব্যবস্থা হিসাবে Hyundai SmartSense Level 2 ADAS ফিচার সংযুক্ত করা হয়েছে। যা লেন কিপ এন্ড ফলোইং অ্যাসিস্ট, লেন ডিপারচার ওয়ার্নিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, ফ্রন্ট কলিশন এমার্জেন্স, ব্লাইন্ড স্পট ভিউ মিরর এবং ড্রাইভার অ্যাটেনশন ওয়ার্নিং অফার করবে। পাশাপাশি ছয়টি এয়ার ব্যাগ, প্রতিটি চাকায় ডিস্ক ব্রেক, ESC, VSM, হিল অ্যাসিস্ট ও স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বর্তমান।

Tags:    

Similar News