সুরক্ষায় একশোয় একশো! Tata Punch-কে বেগ দিতে গুচ্ছের সেফটি ফিচার্স সহ আসছে Hyundai Exter

By :  SUMAN
Update: 2023-05-16 14:03 GMT

ভারতের মাইক্রো এসইউভি (SUV) গাড়ির বাজারে বর্তমানে নেতৃত্ব প্রদান করে চলেছে Tata Punch। প্রতিপক্ষদের যা ঈর্ষার কারণ হওয়াটাই স্বাভাবিক। তাই দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (Hyundai Motor India Ltd.) বিক্রির নিরিখে প্রথম সারিতে থাকা Punch-এর জমাটি সাফল্যে ভাগ বসাতে মরিয়া হয়ে উঠেছে। সেয়ানে সেয়ানে লড়াই জমাতে কোরিয়ার কোম্পানিটি এবারে একটি ব্র্যান্ড নিউ মাইক্রো এসইউভি লঞ্চ করতে চলেছে। যার নাম – Hyundai Exter। লঞ্চের আগেই এবারে সংস্থা তাদের আসন্ন গাড়ির সেফটি ফিচার্সের ধারণা পেশ করল। যা সংশ্লিষ্ট সেগমেন্টে যাত্রী সুরক্ষায় প্রথম।

Hyundai Exter-এর সেফটি ফিচার্স প্রকাশ

সম্প্রতি এক্সটার-এর বুকিং গ্রহণ শুরু করেছে হুন্ডাই। এবারে তারা নিশ্চিত করল যে, আসন্ন গাড়িটিতে ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকছে। ফলত এক্সটার, ৪ মিটারের কম দৈর্ঘ্যের এসইউভি সেগমেন্টে প্রথম মডেল হিসেবে এই বৈশিষ্ট্য পেতে চলেছে। বেস ভার্সনে ২৬টি সেফটি ফিচার্স থাকলেও, টপ-স্পেক ভ্যারিয়েন্টটি প্রায় ৪০ রকম সুরক্ষা বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হবে।

Hyundai Exter-এর প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের সিওও তরুণ গর্গ বলেন, “স্মার্ট মোবিলিটির সমাধান প্রদানকারী নেতৃত্ব স্থানীয় সংস্থা হিসেবে ক্রেতাদের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের প্রচেষ্টা।” তিনি জানান, Hyundai Exter ভারতের প্রথম সাব ৪-মিটার এসইউভি হিসেবে ৬-টি এয়ারব্যাগ পেতে চলেছে।

Hyundai Exter : সেফটি ফিচার্স

গাড়িটির স্ট্যান্ডার্ড ফিচারের তালিকায় থাকছে, সেগমেন্ট-ফার্স্ট ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বা ইএসসি, ভেহিকেলস স্টেবিলিটি ম্যানেজমেন্ট, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, থ্রি পয়েন্ট সিটবেল্ট, সকল যাত্রীর জন্য সিট বেল্ট রিমাইন্ডার, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেগমেন্ট-ফার্স্ট বার্গলার অ্যালার্ম ইত্যাদি।

এছাড়াও Hyundai Exter-এ দেওয়া হয়েছে সেগমেন্টের প্রথম ডুয়েল ক্যামেরা সহ ড্যাশক্যাম, আইসোফিক্স সহ টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হেডল্যাম্প এসকর্ট ফাংশন, রিয়ার পার্কিং ক্যামেরা ও সেন্সর, অটোমেটিক হেডল্যাম্প, রিয়ার ডিফগার ইত্যাদি। ফাইভ সিটার গাড়িটি Tata Punch-কে যে যথেষ্ট বেগ দেবে তা বলাই বাহুল্য।

Grand i10 NIOS ও Aura-এর সমান প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে Exter। সংস্থার পোর্টফোলিয়তে এর স্থান Venue-এর নিচে‌ হবে। এগিয়ে চলার শক্তি জোগাতে ১.২ লিটার NA পেট্রোল ইঞ্জিনের সাথে ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশন উপলব্ধ থাকছে এতে। আবার ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে সিএনজি ভার্সনে আসবে গাড়িটি।

Tags:    

Similar News