Hyundai Exter: টাটা-মারুতির চিন্তা বাড়ল, নয়া হুন্ডাই এক্সটার এর ডিজাইন দেখে গাড়িপ্রেমীরা মুগ্ধ

By :  SUMAN
Update: 2023-05-30 11:55 GMT

বর্তমানে ভারতে এসইউভি (SUV) গাড়ির প্রতি ক্রেতাদের দুর্বলতা বেড়েই চলেছে। ফলে এই জাতীয় মডেলের বিক্রিও বাড়ছে লাফিয়ে। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন সংস্থা তাদের নিত্যনতুন মডেল নিয়ে হাজির হচ্ছে। এবারে যেমন হুন্ডাই (Hyundai) এদেশে তাদের পরবর্তী উল্লেখযোগ্য লঞ্চ হিসেবে Exter SUV গাড়িটি আনছে। ১০ জুলাই লঞ্চের দিনক্ষণ হিসেবে ধার্য করা হয়েছে। এর আগে সামনের অংশ দেখানো হলেও এবারে গাড়িটির পেছনের অংশ উন্মোচিত করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। ফলে Hyundai Exter-এর ডিজাইন সম্পর্কে সম্যক ধারণা মিলেছে।

Hyundai Exter-এর পেছনের অংশের ছবি সামনে এলো

Hyundai Exter-এর পেছনের অংশটি বেশ বোল্ড লুকের। সংস্থার দাবি সামনের সাথে পেছনের অংশের ডিজাইনের দিক থেকেও গাড়িটি যে কোনো ক্রেতার হৃদয়ে দাগ কাটবে। ছবিতে দেখা গিয়েছে, কম্প্যাক্ট এসইউভি গাড়িটির পেছনে রয়েছে বক্সি লুকের এলইডি টেল লাইট। যার মাঝে রয়েছে ‘H’ সিম্বল। চওড়া ব্ল্যাক প্যানেল দুই টেল লাইটের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এছাড়া রয়েছে একটি সুস্পষ্ট রিয়ার স্কিড প্লেট। যা গাড়িটির দৃঢ় চরিত্রগত বৈশিষ্ট্যের সাক্ষ্য বহন করে।

Hyundai Exter-এর ডিজাইন ও প্রতিপক্ষ

ছবিতে হুন্ডাই এক্সটার-এর SX ভ্যারিয়েন্টটি দেখানো হয়েছে। এদিকে কিছুদিন আগেই গাড়িটির সামনের অংশের ঝলক দেখানো হয়েছিল। এতে রয়েছে স্লিক এলইডি ডেটাইম রানিং লাইট সহ একটি ফ্ল্যাট ফেশ।বনেটের উপরে আছে ‘H’ অক্ষর। বক্সি আকৃতির হেডল্যাম্পে দেওয়া হয়েছে প্রোজেক্টর ফিচার। আবার সামনে অনন্য ডিজাইনের গ্রিল এবং স্কিড প্লেট উপস্থিত এতে। অ্যালয় হুইলের ডিজাইনেও আছে চমক।

লঞ্চের পর Tata Punch, Maruti Suzuki Fronx – এই গাড়িগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামবে Hyundai Exter। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে থাকছে একটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। আবার সিএনজি পাওয়ারট্রেন সহ অফার করা হতে পারে গাড়িটি। ইঞ্জিন থেকে ৮২ বিএইচপি শক্তি এবং ১১৪ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড এএমটি বিকল্পে বেছে নেওয়া যাবে।

Tags:    

Similar News