মধ্যবিত্তের স্বপ্নপূরণ, 46,000 টাকা সস্তায় লঞ্চ হল Hyundai Exter-এর নয়া সানরুফ ভ্যারিয়েন্ট

By :  techgup
Update: 2024-09-07 08:32 GMT

উৎসবের মরসুম শুরু হওয়ার আগে ভারতে Hyundai Exter-এর দুই নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল। নয়া ট্রিম দু'টি সানরুফ ফিচারকে আরও সাধ্যের মধ্যে নিয়ে এসেছে। নতুন Exter S(O)+ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 7.86 লক্ষ টাকা। অন্যদিকে, Exter S+ AMT কিনতে খরচ হবে 8.44 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

এতদিন, Hyundai Exter-এর SX ট্রিম থেকে সিঙ্গেল পেন সানরুফ উপলব্ধ ছিল। নতুন S(O)+ ট্রিমটি ম্যানুয়াল ভ্যারিয়েন্টে সানরুফ ফিচারটিকে 37,000 টাকা সস্তা করে তুলেছে। অন্যদিকে S+ AMT সানরুফ যুক্ত হুন্ডাই এক্সটারকে অটোমেটিক ভ্যারিয়েন্টগুলিতে 46,000 টাকা সাশ্রয়ী করে তুলেছে।

জানিয়ে রাখি, Tata Altroz-এর পরেই Hyundai Exter বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা সানরুফ যুক্ত গাড়ি। Tata Altroz XM S ট্রিমে সানরুফ পাওয়া যায়, যার দাম 7.45 লক্ষ টাকা। সানরুফ ছাড়া, Hyundai Exter-এর নতুন ট্রিম দু'টির সমস্ত ফিচার্স নীচের ভ্যারিয়েন্ট থেকে নেওয়া হয়েছে। ক্রেতারা পাবেন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইমেন্ট সিস্টেম, রিয়ার এসি ভেন্ট, অল পাওয়ার উইন্ডো, ফলো মি হেডল্যাম্প, প্রভৃতি।

আরও পড়ুন : কাগজের মতো ট্যাবলেট আনল TCL, 14 ইঞ্চি স্ক্রিনের সঙ্গে রয়েছে 10,000mah ব্যাটারি

Hyundai Exter-এর স্ট্যান্ডার্ড সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, প্রতিটি সিটে 3 পয়েন্ট সিটবেল্ট, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, ESC, ABS, EBD, হিল হোল্ড অ্যাসিস্ট। এই মাইক্রো এসইউভি'র হুডের নীচে 83 হর্সপাওয়ার ও 114 এনএম টর্ক উৎপাদনকারী 1.2 লিটার ফোর সিলিন্ডার পেট্রল ইঞ্জিন রয়েছে।

আরও পড়ুন : Top 5 Scooters: ভারতের সেরা পাঁচ স্কুটার, সুন্দর মাইলেজ সহ পাবেন জীবনভর সার্ভিস

Tags:    

Similar News