Tata-কে পরাজিত করে ডিসেম্বরের ক্ষত সারাল Hyundai, ডাবল ডিজিটে গাড়ির চাহিদা বৃদ্ধি

By :  techgup
Update: 2023-02-08 07:55 GMT

২০২২-এর ডিসেম্বরে Hyundai-কে হারিয়ে গাড়ি বিক্রির নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থার শিরোপা পেয়েছিল Tata Motors। কিন্তু ২০২৩-এর জানুয়ারিতে হারানো স্থান পুনরুদ্ধার করল তারা। নতুন বছরের প্রথম মাসের বিক্রির হিসাব নিকাশ পেতেই দেখা গেল টাটার থেকে ২,১১৯ ইউনিট বেশি প্যাসেঞ্জার গাড়ি বেচেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি।

গত মাসে ৬২,২৭৬টি গাড়ি বিক্রি করতে পেরেছে তারা। গত বছরের জানুয়ারিতে এই সংখ্যাটি ছিল ৫৩,৪৮৭। অর্থাৎ এখ বছরের ব্যবধানে তাদের গ্রাহক সংখ্যা বেড়েছে ১৬.৬ শতাংশ। এই সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে ভারতীয় সীমারেখার মধ্যে বিক্রি হওয়া মডেলের পাশাপাশি এদেশ থেকে বিদেশে পাড়ি দেওয়া চার চাকার সংখ্যাও।

দেখা যাচ্ছে, গত মাসে শুধু ভারতেই হুন্ডাইয়ের ৫০,১০৬টি গাড়ি বিক্রি হয়েছে, ২০২২-র জানুয়ারির তুলনায় যা ১৩.৮ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে দেশে সংস্থাটির ৪৪,০২২টি গাড়ির চাবি নতুন ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছিল। নিজেদের বরাবরই ভারতের সবচেয়ে বড় এসইউভি নির্মাতা বলে দাবি করে থাকে দক্ষিণ কোরিয়ান সংস্থা। ২০২৩ এর জানুয়ারিতে তাদের এসইউভি মডেল বিক্রি হয়েছে ২৭,৫৩২টি ।

এর পাশাপাশি তারা জানিয়েছে সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসেই ভারতে তৈরি ১২,১৭০ ইউনিট গাড়ি পৌঁছে গিয়েছে বিদেশীদের হাতে। এক বছর আগেই সংখ্যাটি ছিল ৯৪০৫। ২০২৩ সালের জানুয়ারিতে হুন্ডাইয়ের বিক্রি প্রসঙ্গে সংস্থার ভারতীয় শাখার শীর্ষকর্তা তরুণ গার্গ বলেন, " চলতি বছরের শুরু থেকেই অভাবনীয় সাফল্যের কারণেই দুই অঙ্কের বৃদ্ধি ধরা পড়েছে তাদের বিক্রিতে।"

তিনি আরোও দাবি করেন যে সদ্য মুক্তি পাওয়া Ioniq 5 মডেলটি গ্রাহকদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি করেছে, যা আগামী মাসগুলিতে তাদের উন্নতির ধারাকে বজায় রাখতে সাহায্য করবে। তাঁর কথায়, "আমরা ২০২৩ সালের জানুয়ারি থেকেই দুই অঙ্কের উন্নতি নথিবদ্ধ করেছি। সদ্য ভারতের বাজারে পদার্পণ করা Hyundai Ioniq 5 এর যথেষ্ট বুকিং জমা পড়েছে, যা ভারতীয় বাজারে ব্যাটারি চালিত প্রিমিয়াম চার চাকা গাড়ির এক আলাদা বেঞ্চমার্ক তৈরি করার পথ প্রশস্ত করবে।"

সংস্থার হাতে থাকা এসইউভি মডেল যেমন- Tucson, Creta, Venue, Alcazar এবং Kona Electric এর অসাধারণ পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। তরুণ গার্গ বলেন, "Tucson, Creta, Venue, Alcazar এবং Kona Electric এর মত এসইউভি মডেলগুলি ভারতের বাজারে অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে। এর ফলেই জানুয়ারিতে ওই ধরনের ২৭,৫৩২টি গাড়ি বিক্রি করতে সমর্থ হয়েছি আমরা।"

Tags:    

Similar News