প্রথম দিনেই বিপুল সাড়া, রেকর্ড বুকিং Hyundai এর নতুন ইলেকট্রিক গাড়ির, এক চার্জে যায় 610 কিমি

By :  techgup
Update: 2022-08-28 17:00 GMT

দক্ষিণ কোরিয়ায় প্রি-অর্ডার শুরু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৩৭,৪৪৬ অগ্রিম বরাত পেল Hyundai Ioniq 6। যা তাদের শাখা সংস্থা Kia-র EV6 মডেলের বুকিংকেও ছাপিয়ে গিয়েছে। সাউথ কোরিয়ান মার্কেটে প্রথম দিনই ২১,০০০ অর্ডার পেয়েছিল এটি। আবার Ioniq 6 এর প্রি-বুকিংয়ের পরিসংখ্যান তার পূর্ববর্তী প্রজন্ম Ioniq 5 কেও টপকে গিয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে গাড়িটির জন্য প্রথম দিন ২৩,৭৬০ অর্ডার জমা পড়েছিল।

প্রসঙ্গত, হুন্ডাইয়ের E-GMP আর্কিটেকচারের উপর ভিত্তি করে জুলাইয়ের বুসান মোটর শো ইভেন্টে Ioniq 6 আত্মপ্রকাশ করেছিল। দুর্ধর্ষ ডিজাইন ও প্রযুক্তির কারণে ইলেকট্রিক গাড়িটি বিপুল সাড়া ফেলে দাম রাখা হয় ৩৯,৯০০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১.১৮ লক্ষ টাকা। এই বৈদ্যুতিক সেডান দুটি ভিন্ন ব্যাটারি অপশনে এসেছে - ৫৩/৭৭.৪ কিলোওয়াট আওয়ার। সংস্থার দাবি, এক চার্জে ৬১০ কিমি চলতে পারবে এটি‌।

Hyundai Ioniq 6 দুটি ড্রাইভট্রেন অপশন পেয়েছে। একটি মডেল সিঙ্গেল মোটর এবং রিয়ার হুইল ড্রাইভ সেটআপ নিয়ে এসেছে। আর অপরটিতে ডুয়াল মোটর এবং ফোর-হুইল ড্রাইভ কনফিগারেশন বর্তমান। টপ-এন্ড ভার্সন ৫.১ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘন্টা স্পিড তুলতে পারবে বলে দাবি হুন্ডাইয়ের। বিদ্যুৎ পরিচালিত গাড়িটির ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে ১৮ মিনিটে ১০-৮০ শতাংশ চার্জ হয়ে যাবে

Hyundai Ioniq 6 এর আরেকটি গুণ হল ভেহিকেল টু লোড সিস্টেম। যা চার্জিং পোর্ট দিয়ে এক্সটার্নাল ডিভাইস চার্জের সুবিধা দেয়। হুন্ডাই তাদের এই ফ্ল্যাগশিপ ইলেকট্রিক গাড়ি শীঘ্রই আমেরিকা ও ইউরোপীয় বাজারে লঞ্চের পরিকল্পনা করছে। সেখানেও বিপুল সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে ডেলিভারি শুরু হতে আগামী বছর। আর্ন্তজাতিক বাজারে Hyundai Ioniq 6 এর মূল প্রতিপক্ষ Tesla Model 3, Polester 3, এবং BMW i4।

Tags:    

Similar News