কেনার প্ল্যান ছিল? Creta EV লঞ্চের আগে আচমকা এই গাড়ির বিক্রি বন্ধ করল হুন্ডাই

By :  SUMAN
Update: 2024-06-23 08:27 GMT

২০১৯ সালের ১৯ জুলাই Hyundai ভারতে তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি, Kona Electric লঞ্চ করেছিল। কিন্তু আগমনের ৫ বছর পূর্ণ না হতেই ২০২৪ সালের জুনে এসে চুপিসারে এদেশে বৈদ্যুতিক গাড়িটির বিক্রি বন্ধ করে দিল হুন্ডাই (Hyundai)। সংস্থার তরফে অফিশিয়ালি ঘোষণা না হলেও, ওয়েবসাইট থেকে গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে। ফলে জল্পনা বেড়েছে।

আসলে আগামী জানুয়ারিতে সংস্থার প্রথম মাস মার্কেট ইলেকট্রিক এসইউভি Creta EV লঞ্চ হবে এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, Kona Electric ছিল ভারতে হুন্ডাইয়ের প্রথম ইলেকট্রিক ভেহিকেল। কিন্তু সময়ের সাথে তাল না মেলানো, আউটডেটেড ইন্টেরিয়র, এসইউভির যুগে ক্রসওভার স্টাইল - নানা কারণে গাড়িটির বিক্রি তলানিতে এসে ঠেকেছিল।

Hyundai Creta EV লঞ্চ হবে জানুয়ারিতে

Hyundai Creta EV আগামী জানুয়ারিতে লঞ্চ হচ্ছে। ইতিমধ্যেই লঞ্চের বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়েছে হুন্ডাই। এই জনপ্রিয় এসইউভি গাড়িটির ইলেকট্রিক অবতার তামিলনাড়ুতে হুন্ডাইয়ের কারখানায় তৈরি হবে। আসলে ভারতের বাজারে আইসিই Hyundai Creta-র জনপ্রিয়তা দেখে বৈদ্যুতিক ভার্সনে আনতে চলেছে সংস্থা। দাম ২০ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে।

Hyundai Creta EV স্পেসিফিকেশন

Hyundai Creta EV-এর বিস্তারিত স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে ফুল চার্জে গাড়িটি ৪০০-৫০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এটি আসন্ন Maruti Suzuki eVX ইলেকট্রিক এসইউভি’র সাথে টক্কর নিতে পারে। একটি নতুন ইলেকট্রিক স্কেটবোর্ড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হবে গাড়িটি। বাজারে Creta EV-র প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে MG ZS EV, আসন্ন Tata Curvv, BYD ATTO 3 ও Mahindra XUV400।

Tags:    

Similar News