শোরুমেই বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়া যাবে, EV মালিকদের সুখবর শোনাল Hyundai
হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) দেশজুড়ে তাদের বিভিন্ন শোরুমে ৬০ কিলোওয়াট ফাস্ট চার্জার বসানোর জন্য শেল ইন্ডিয়া (Shell India)-র সাথে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল। এদেশে হুন্ডাইয়ের ৩৬টি ডিলারশিপে ফাস্ট চার্জার ইন্সটল করা হবে। এই মর্মে সংস্থাদ্বয় মৌ-স্বাক্ষর করেছে বলে জানানো হয়েছে।
Hyundai-এর ৩৬টি ফাস্ট চার্জিং স্টেশন বসানো হবে
দুই কোম্পানির কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্য এদেশে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার বৃদ্ধির জন্য চার্জিং পরিকাঠামোর সম্প্রসারণ। এই প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়ার এমডি এবং সিইও উনসু কিম বলেন, “ইলেকট্রিক ভেহিকেলের গ্রহণযোগ্যতা বাড়াতে এমন কৌশলগত অংশীদারিত্ব হল মৌলিক। কার্বন নিরপেক্ষতার লক্ষ্য তখনই পূরণ হবে, যখন বেশি সংখ্যক ক্রেতা বৈদ্যুতিক যানবাহন কিনবেন।”
হুন্ডাইয়ের বর্তমানে ৪৫টি শহরে ৭২টি ইলেকট্রিক ভেহিকেল ডিলারশিপের নেটওয়ার্ক রয়েছে। শেল ইন্ডিয়ার ডিরেক্টর সঞ্জয় ভারকে হুন্ডাইয়ের সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গে বলেছেন, “ভারতে ব্যাটরিক চালিত যানবাহনের জন্য চার্জিং পরিকাঠামোর উন্নয়নের তাগিদে এই গাঁটছড়া।” তাদের লক্ষ্য, ক্রেতাদের নিরাপদ, ভরসাযোগ্য এবং উদ্বেগহীন চার্জিং অভিজ্ঞতা প্রদান করা।
প্রসঙ্গত, বর্তমানে ভারতে হুন্ডাই দুটি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে। Hyundai Kona EV ও Ioniq 5। প্রথমটির দাম ২১.৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ২৫.৮৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। সম্পূর্ণ চার্জে গাড়িটি ৪৫২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে সংস্থার দাবি। যেখানে Ioniq 5-এর রেঞ্জ ৬৩১ কিলোমিটার। এর মূল্য ৪৪.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।