Exter SUV-র পর নতুন Creta ফেসলিফ্ট লঞ্চ করবে Hyundai, থাকবে 360 ডিগ্রি ক্যামেরা
দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে মাইক্রো এসইউভি (SUV) গাড়ি Exter, ১০ জুলাই ২০২৩-এ লঞ্চ করতে চলেছে হুন্ডাই (Hyundai)। Grand i10-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা Verna সেডানের পর Hyundai Exter হতে চলেছে ভারতে এ বছর তাদের দ্বিতীয়তম সম্পূর্ণ নতুন মডেল। প্রথম মডেলটি ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। ভারতে বিক্রি ত্বরান্বিত করতে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এবছর নতুন মডেলের সাথে বৈদ্যুতিক এবং বিদ্যমান গাড়িগুলি আপডেট ভার্সনে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
Exter-এর পর হুন্ডাইয়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ লঞ্চ হিসেবে আসতে চলেছে নতুন সংস্করণের Creta। ইতিমধ্যেই ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন একাধিকবার দর্শন দিয়েছে গাড়িটি। Creta facelift কয়েকটি নির্দিষ্ট আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়। যার মধ্যে আছে ইন্দোনেশিয়া এবং ব্রাজিল। এবারের আসন্ন মডেলটিতে থাকছে নতুন ইঞ্জিন সহ আধুনিক ইন্টেরিয়ার ফিচার এবং ডিজাইনে ভারতীয় ক্রেতাদের চাহিদার পূরণ করবে এমন পরিবর্তন।
নতুন হুন্ডাই ক্রেটা ADAS টেকনোলজি সমেত আসবে। যা সংস্থার নতুন Verna-তেও অফার করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো নতুন ক্রেটা’তে থাকছে স্পোর্টিয়ার N Line ভার্সন। এটি হতে চলেছে এদেশে কোরিয়ার সংস্থাটির তৃতীয়তম N Line মডেল। ADAS টেকনোলজির মধ্যে অফার করা হবে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স সহ অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং, রিয়ার ক্রস ট্রাফিক কলিশন, লেন কিপ অ্যাসিস্ট এবং ব্লাইন্ড স্পট মনিটর।
নতুন Hyundai Creta, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, আপডেটেড কানেক্টেড কার টেকনোলজি, নতুন সুরক্ষাজনিত ফিচার, যেমন – ভেহিকেল ইমমবিলাইজেশন, স্টোলেন ভেহিকেল ট্র্যাকিং, এবং একটি ভ্যালেট পার্কিং মোড সহ আসবে। এতে থাকছে একটি নতুন ১.৫ লিটার, ফোর সিলিন্ডার, টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১৬০ বিএইচপি শক্তি এবং ২৫৩ এনএম টর্ক উৎপন্ন হবে। এছাড়া বাজার চলতি ১.৫ লিটার টার্বো ডিজেল এবং ১.৫ লিটার NA পেট্রোল ইঞ্জিন মডেলটির বিক্রি জারি রাখা হবে। যার আউটপুট ১১৫ বিএইচপি। গাড়িটি ম্যানুয়াল এবং অটোমেটিক – উভয় ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে।