ভারতে বিপুল লগ্নির প্রতিশ্রুতি দিল Hyundai, এই রাজ্যে ঢালবে 6,180 কোটি টাকা
অটোমোবাইল হাব তামিলনাড়ুকে লক্ষ্য করে বিনিয়োগ করার কথা ঘোষণা করে চলেছে একের পর এক সংস্থা। ভিয়েতনামের সংস্থা ভিনফাস্ট অটো (VinFast Auto)-র পর এবার হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) অতিরিক্ত ৬,১৮০ কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করল। ২০২৩ থেকে শুরু করে দশ বছরে ২০,০০০ কোটির অধিক অর্থ ঢালবে হুন্ডাই। নতুন লগ্নি তারই অংশ।
২০২৩ থেকে ২০৩২-এর মধ্যে হুন্ডাই যে বিনিয়োগ করতে চলেছে, তা এ দেশে তাদের ইলেকট্রিক ভেহিকেল নির্মাণ, চার্জিং পরিকাঠামোর সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়নের জন্য। সম্প্রতি আইআইটি মাদ্রাজের সাথে যৌথ উদ্যোগে হাইড্রোজেন ভ্যালি ইনোভেশন হাব তৈরির জন্য ১৮০ কোটি টাকা লগ্নির ঘোষণা করেছিল সংস্থা।
নতুন বিনিয়োগের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযুষ কোয়েলের উপস্থিতিতে রাজ্য সরকারের সাথে মৌ সাক্ষর করেছে হুন্ডাই। এই প্রসঙ্গে সংস্থার এমডি এবং সিইও উনসু কিম বলেন, “আমাদের ৬,১৮০ কোটি টাকার বিনিয়োগ রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সাক্ষ্য বহন করে। এতে রাজ্যের স্বনির্ভরতা বাড়বে।”
হাইড্রোজেন রিসোর্স সেন্টার
সাম্প্রতিক তামিলনাড়ুতে একটি ফেসিলাটি গড়ে তোলার উদ্দেশ্যে বিনিয়োগের কথা ঘোষণা করেছিল হুন্ডাই। এই উদ্যোগে তাদের সহায়তা করবে আইআইটি মাদ্রাজ। এতে বহু মানুষ প্রশিক্ষিত হবেন এবং একইসাথে কর্মসংস্থান তৈরি হবে।
প্রসঙ্গত, বর্তমানে হুন্ডাই ভারতে পেট্রোল, ডিজেল, সিএনজি, এমনকি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে। আবার আন্তর্জাতিক বাজারে তারা একটি হাইড্রোজেন ফুয়েল সেল চালিত এসইউভি গাড়ি বিক্রি করে, যার নাম – Nexo। সম্প্রতি তামিলনাড়ু গ্লোবাল ইনভেস্টার্স বৈঠকে গাড়িটির উপর থেকে পর্দা সরিয়েছে কোম্পানি।