Nepal: সামনে ভোট, নেপালকে 200 গাড়ি উপহার পাঠাল মোদি সরকার

By :  techgup
Update: 2022-11-03 15:13 GMT

২০ নভেম্বর থেকে নেপালে শুরু হবে সাধারণ নির্বাচন। তার আগে প্রতিবেশী দেশে ২০০ গাড়ি উপহার হিসাবে পাঠাল ভারত সরকার। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজিত একটি অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব ভারত সরকারের হয়ে সে দেশের অর্থমন্ত্রী জনার্দন শর্মার হাতে গাড়ির চাবি তুলে দেন।

কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ২০০ গাড়ির মধ্যে ১২০টি নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহার করা হবে। অর্থাৎ পুলিশ ও সেনার টহলদারি ও আসা যাওয়ার কাজে লাগবে‌। এবং বাকি ৮০টি গাড়ি নেপালের নির্বাচন কমিশনের অফিসার, কর্মী এবং বিভিন্ন প্রতিনিধিরা ব্যবহার করবে। এককথায়, ভোট যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, তার লক্ষ্যেই গাড়ি উপহার হিসাবে দেওয়া হয়েছে‌।

প্রসঙ্গত, এর আগেও নির্বাচন উপলক্ষ্যে নেপালকে গাড়ি দিয়ে সাহায্য করেছে ভারত। এখনও পর্যন্ত প্রায় ২,৪০০ গাড়ি ভোটের সময়গুলিতে এখান থেকে নেপালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে‌। তার মধ্যে ২,০০০টি নেপালি পুলিশ এবং সশস্ত্র পুলিশবাহিনী এবং ৪০০টি ভেহিকেল নেপালি সেনা এবং নির্বাচন কমিশন পেয়েছে। অর্থমন্ত্রী জনার্দন শর্মা এদিন বলেন, আমাদের অনুরোধের ভিত্তিতে ভারত সরকার আসন্ন নির্বাচনের জন্য ২০০টি গাড়ি উপহার দিয়েছে। নেপাল সরকারের তরফ থেকে আমি ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।"

নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এই প্রসঙ্গে জানান,"স্বরাষ্ট্রমন্ত্রক, অর্থ মন্ত্রণালয়, এবং নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি সারছে। আমরা আশা করছি, ভারত সরকারের দেওয়া যাবনহনগুলি তাদের কাজে লাগবে। আমরা নির্বাচন সফলভাবে শেষ করার জন্য শুভেচ্ছা জানাতে চাই।" গাড়ির বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি বিনোদ প্রকাশ সিং, নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল প্রতাপ সিং-সহ নানা উর্দ্ধতন আধিকারিক।

Tags:    

Similar News