দেশবিরোধী শক্তিকে সবক শেখাতে ভারতীয় সেনাকে 1850টি Scorpio গাড়ি সাপ্লাই করছে Mahindra
গত বছর আগস্টে ভারতের বাজারে মাহিন্দ্রা (Mahindra) তাদের অতি জনপ্রিয় এসইউভি (SUV)- Scorpio Classic লঞ্চ করেছিল। এটি আদতে Scorpio-এর আপডেটেড ভার্সন। কয়েক দশক ধরে গাড়িটি ভারতীয়দের পথ চলার বিশ্বস্ত ও আরামদায়ক সঙ্গী হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। মজবুতির দিক থেকেও এটি কম যায় না। যা দেখে উদ্বুদ্ধ ভারতীয় সেনাবাহিনী এবার গাড়িটির বিশেষভাবে ডিজাইন করা ১,৮৫০ ইউনিট অর্ডার করল। তবে এই প্রথমবার নয়, এর আগে জানুয়ারিতে Scorpio Classic-এর ১,৪৭০ ইউনিট বরাত দিয়েছিল ভারতীয় সেনা।
ভারতীয় সেনা ১,৮৫০ ইউনিট Scorpio Classic অর্ডার করল
গাড়িটির আরও একটি নতুন মডেল Scorpio-N বিক্রি করা মাহিন্দ্রা। এটি Classic তুলনায় আরও প্রিমিয়াম ভার্সন। বর্তমানে ভারতীয় সেনা Tata Safari, Tata Nexon, Force Gurkha ও Maruti Suzuki Gypsy-র মতো গাড়িগ ব্যবহার করে। সেই তালিকায় সবুজ রঙের স্করপিও ক্লাসিক-এর সংযোজন ভারতীয় সেনার কাজ আরও সহজ করবে বলেই মনে করা হচ্ছে। মাহিন্দ্রা তাদের এই গাড়িটি 4×4 পাওয়ারট্রেন সহ সরবরাহ করতে পারে। এর অর্থ, এতে পুরনো প্রজন্মের ২.২ লিটার ইঞ্জিন থাকতে পারে। যা থেকে ১৪০ হর্সপাওয়ার উৎপন্ন হতো।
Scorpio Classic এর পারফরম্যান্সের কথা বললে, গাড়িটির ২.২ লিটার ডিজেল ইঞ্জিন থেকে ১৩০ এইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন করেছে মাহিন্দ্রা। নতুন ইঞ্জিন ৫৫ কেজি হালকা। সংস্থাটি জানিয়েছে, এর ফলে মাইলেজ ১৫ শতাংশ বাড়বে। কম্পন কমাতে ব্যবহার করা হয়েছে কেবল শিফ্ট।
সাসপেনশন সেটআপ আপগ্রেডের সাথে নতুনভাবে টিউন করা হয়েছে। বডিরোল নিয়ন্ত্রণ করতে চার চাকায় MTV-CL ড্যাম্পার ব্যবহার করা হয়েছে। ফিচার হিসাবে Mahindra Scorpio Classic-এ রয়েছে ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, কর্নারিং ল্যাম্প, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, এটি সানগ্লাস হোল্ডার, ডায়মন্ড প্যাটার্ন সমেত ফেব্রিক সিট ইত্যাদি।