Suryakumar Yadav: টি-টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের ফর্ম, এই বিশ্বকাপে ভারতের বাজি সূর্য কিনলেন Mercedes

By :  SUMAN
Update: 2022-08-16 14:49 GMT

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এখন বাবর আজমের পরেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় তারকা। আসন্ন কুড়ি ওভারের বিশ্বকাপে ভারতের বাজি তিনিই। এবার নিজেকে উচ্চমূল্যের এক শৌখিন গাড়ি উপহার দিলেন ভারতীয় ক্রিকেটের স্কাই। সূর্যকুমার তাঁর Mercedes-Benz GLS SUV কিনতে খরচ করেছেন ১ কোটি ১৬ লক্ষ টাকার বেশি (এক্স-শোরুম)। এটি মার্সেডিজের ফ্ল্যাগশিপ মডেল।

বর্তমানে ভারতের বাজারে মার্সিডিস-বেঞ্জ, এই গাড়িটি কেবলমাত্র GLS 400d 4MATIC ভ্যারিয়েন্টে অফার করে। তারকা মহলে গাড়িটির জনপ্রিয়তা প্রচুর। একটি ৩.০ লিটার, স্ট্রেট-সিক্স ডিজেল ইঞ্জিন আছে এতে। যা থেকে সর্বোচ্চ ৩৩০ এইচপি শক্তি এবং ৭০০ এনএম টর্ক উৎপন্ন হয়। তার সাথে সংযুক্ত ৯-স্পিড G-Tronic অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটি অল হুইল ড্রাইভ (AWD) অফার করে। মার্সিডিজের দাবি গাড়িটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৬.৩ সেকেন্ড সময় নেয়।

GLS SUV-র টপ স্পিড ঘন্টায় ২৩৮ কিমি। ওজনের দিক থেকে এটি বেশ ভারী, যা ২,৫০৫ কেজি (কার্ব)। এছাড়া গাড়িটিতে উপস্থিত একটি চওড়া স্ক্রিন ককপিট, যেখানে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমটি সংযুক্ত। দরজাগুলি আধুনিক প্রযুক্তি যুক্ত, তাই এগুলি খুলতে বা আটকাতে বেশি শক্তির খরচ করার প্রয়োজন পড়ে না। এসইউভি গাড়িটি আবার ৭-আসনের বিকল্পে অফার করা হয়।

সুরক্ষা জনিত ফিচারের তালিকায়, GLS-এ ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট, অ্যাক্টিভ ব্রেকিং অ্যাসিস্ট, প্রি সেফ সিস্টেম, অ্যাডাপটিভ হাইবিম, অ্যাটেনশন অ্যাসিস্ট এবং ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা দেওয়া হয়েছে। আবার গাড়িটি এয়ার সাসপেনশন অফার করে। Mercedes me অ্যাপের মাধ্যমে এর কানেক্টেড কার টেকনোলজি সক্রিয় হয়। এছাড়া জিও ফেন্সিং, ওপেনিং এবং ক্লোজিং উইন্ডো, সানরুফ ও ভেহিকেল ফাইন্ডার রয়েছে এতে।

Tags:    

Similar News