Tata Nexon EV: বাজার কাঁপাচ্ছে নেক্সন ইভি, দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি হিসাবে 50,000 বিক্রির নজির টাটার

By :  SUMAN
Update: 2023-06-27 13:38 GMT

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে টাটা নেক্সন ইভি (Tata Nexon EV) যে নেতৃত্ব প্রদান করে, এ কথা সকলের জানা। ২০২০-তে এদেশে প্রথম লঞ্চ হয়েছিল গাড়িটি। এবারে সেটির ৫০,০০০ বিক্রির রেকর্ড গড়ার কথা ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। তারা এদেশে গাড়িটি দুটি ভার্সানে বিক্রি করে – প্রাইম ও ম্যাক্স। লঞ্চের পর টাটা গাড়িটির সফটওয়্যারে আপডেট দিয়েছিল। ফলে এর ফিচারে যেমন সংযোজন ঘটেছে, আবার কিছু ত্রুটির বিলোপ ঘটেছে।

Tata Nexon EV ৫০,০০০ বিক্রির মাইলস্টোন স্পর্শ করল

বর্তমানে Nexon EV ভারতের ৫০০-র বেশি শহরে বিক্রি করে টাটা। এখনও পর্যন্ত এটি ৯০ কোটি কিলোমিটার পথ যাত্রা করেছে বলে দাবি টাটার। এই বৈদ্যুতিক গাড়ির ব্যবহারকারীরা সর্বাধিক ১,৫০০ কিলোমিটার পথ ভ্রমণ করেছে বলেও জানিয়েছে সংস্থা। শহরে Nexon EV-র ক্রেতারা প্রতি মাসে প্রায় ৬৩ লাখ কিলোমিটার পথ যাত্রা করে। আবার দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে এর পরিমাণ ১০০-৪০০ কিলোমিটার।

প্রসঙ্গত, Tata Nexon EV বর্তমানে নেক্সন ব্র্যান্ডের ১৫ শতাংশ বিক্রিতে অবদান রাখে। এটি প্রাইম, ম্যাক্স এবং ডার্ক – এই তিন ভ্যারিয়েন্টে উপলব্ধ। গাড়িটির দাম ১৪.৪৯ লক্ষ টাকা থেকে শুরু। বিক্রির পরিসংখ্যান বলছে, দেশের অসংখ্য তরুণ ক্রেতা পথ চলার জন্য নেক্সন ইভি বেছে নিচ্ছেন। সম্প্রতি টাটা মোটরস Nexon EV MAX XZ+ LUX লঞ্চ করেছে, যার দাম (৩.৩ কিলোওয়াট এসি চার্জার মডেল) ১৮.৭৯ লাখ টাকা (এক্স-শোরুম)।

Nexon EV ভ্যারিয়েন্টের সুপিরিয়র এবং হাইটেক ফিচার যুক্ত মডেল MAX XZ+ LUX-এ রয়েছে HARMAN-এর একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, হাই ডেফিনেশন ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি, হাই ডেফিনেশন রিয়ার ভিউ ক্যামেরা এবং ৬টি ভাষায় ১৮০+ ভয়েস কমান্ড। এদিকে, টাটা বর্তমানে তাদের বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধির জন্য চার্জিং স্টেশনের সংখ্যা বাড়িয়ে চলেছে। এদেশে এখন ৬,০০০-এর বেশি চার্জিং স্টেশন রয়েছে তাদের। যা ২০২০-২১ এর চাইতে ২০২২-২৩ এ ১৫০০% বেশি

Tags:    

Similar News