নিখুঁতভাবে চলবে চালকহীন গাড়ি, 31,619 কোটি টাকা খরচ করে জার্মান সংস্থা কিনছে অত্যাধুনিক প্রযুক্তি
দেশি-বিদেশি গাড়ি সংস্থাগুলি যে গতিতে অটোনোমাস বা স্বয়ংচালিত গাড়ির পেছনে ধাবমান হয়েছে, তাতে আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই প্রায় সব দেশের রাস্তায় চালকহীন যানবাহন চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এবারে অন্যতম জার্মান অটোমোবাইল ব্র্যান্ড ফোক্সভাগেন (Volkswagen)-ও সেই পথে হাঁটতে চলেছে। তারা ইজরায়েলি সংস্থা ইনোভিজ টেকনোলজিস (Innoviz Technologies)-এর থেকে ৪ বিলিয়ন ডলার ব্যয়ে স্বয়ংক্রিয় গাড়ির সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিনতে চলেছে, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৩১,৬১৯ কোটি টাকা।
ফোক্সভাগনের শাখা কারিয়াড টেকনোলজিস (CARIAD technologies) গোষ্ঠী, ইনোভিজ টেকনোলজিস-এর সাথে এই মর্মে চুক্তিতে স্বাক্ষর করেছে যে, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমস (ADAS)-এর জন্য লেজার চালিত লিডার (LiDAR) সেন্সরের মতো অটোনোমাস ভেহিকেলের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করবে। সব ঠিকঠাক চললে চলতি দশকের মাঝামাঝি সময়ে বাজারে আসবে ওই প্রযুক্তির চালকহীন গাড়ি।
ইনোভিজ টেকনোলজিসের প্রধান কার্যনির্বাহী এবং সহ-প্রতিষ্ঠাতা ওমের কেইলাফ এক বিবৃতিতে জানান, “তাদের কর্মীরা কারিয়াড টেকনোলজিসের সাথে কাজ করতে উচ্ছ্বসিত। এবং তারা জার্মান সংস্থাকে লিডার সেন্সর সরবরাহ করবে, যেগুলি এই দশকের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হবে। অটোমোবাইল সেক্টরের রূপান্তরের কারিয়াড একটি নেতৃত্বকারী সংস্থা। আমরা তাদের অভিযানের অংশ হতে পেরে গর্বিত।”
ইজরায়েলি সংস্থাটির দাবি, তাদের অত্যাধুনিক লিডার এবং সফটওয়্যার একজন চালকের চাইতেও নিখুঁতভাবে রাস্তায় গাড়ি চালাতে সক্ষম। কারণ এগুলি ত্রুটিহীন। তারা আরও জানিয়েছে, অপর জার্মান কোম্পানি BMW-র সাথেও তাদের চুক্তি হয়েছে। ওমের কেইলাফ বলেন, লিডার সেন্সর উৎপাদন করতে তাদের সংস্থা একটি থার্ড পার্টি কন্ট্রাক্টর নিয়োগ করবে।
প্রসঙ্গত, ফোক্সভাগেনের শাখা কারিয়াড ইতিমধ্যেই Bosch, Qualcomm ও STMicroelectronics-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। আবার আমেরিকার স্টার্টআপ Agro AI-তে তারা ২.৬ বিলিয়ন ডলার (২০,৫৫৬ কোটি টাকা) বিনিয়োগ করেছে। আবার কয়েক মাস আগে সংস্থাটি অটোনোমাস গাড়ি তৈরির জন্য Qualcomm-এর চিপ ব্যবহারের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল