iVoomi S1: দাম 69,999 টাকা থেকে শুরু, ফুল চার্জে 240 কিমি ছুটতে পারে এই ই-স্কুটার
বর্তমান বাজারে উচ্চগতির ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণের সহায়ক হওয়ার পাশাপাশি জ্বালানির খরচ থেকে নিস্তার পেতেই বেশিরভাগ মানুষ এই জাতীয় মডেল বেছে নিচ্ছেন। আবার ভারতে বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের দাম যেখানে এক লক্ষ টাকা থেকে শুরু হয়, সেখানে মাত্র ৬৯,৯৯৯ টাকা মূল্যের একটি মডেল বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিবেদনে iVoomi Energy-র তৈরি S1 ই-স্কুটার নিয়ে আলোচনা।
iVoomi S1 রেঞ্জ এবং ব্যাটারি
iVoomi S1 ইলেকট্রিক স্কুটারটি তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – S1 80, S1 Standard এবং S1 240। এদের রেঞ্জ যথাক্রমে ৮০ কিমি, ১১৫ কিমি এবং ২৪০ কিমি। স্কুটারটিতে রয়েছে সোয়াপেবল ব্যাটারি। মাত্র দু’ঘন্টায় ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। আবার ৮০% চার্জ হতে সময় লাগবে ৪ ঘন্টা। তবে ১০০% চার্জ ৫ ঘন্টায় হয়ে যাবে। ব্যাটারির ওপর কোম্পানি ৩ বছরের ওয়ারেন্টি অফার করছে।
Energy iVoomi S1 ফাইন্যান্স স্কিম
আইভুমি এস১ ইলেকট্রিক স্কুটার ১০০ শতাংশ ফাইন্যান্স বিকল্পে কেনার সুবিধা দিচ্ছে কোম্পানি। এজন্য সংস্থাটি ICICI Bank, Bajaj Finserv এবং L&T Finance-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। স্কুটারটিতে রয়েছে তিনটি রাইডিং মোড – ইকো, রাইডার এবং স্পোর্ট। আবার তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় এটি – পিকক ব্লু, নাইট মেরুন এবং ডাস্কি ব্ল্যাক।
Energy iVoomi S1 ভ্যারিয়েন্ট, পাওয়ার ও দাম
আইভুমি এনার্জি স্কুটারটি জিপিএস ট্র্যাকার, মনিটরিং সিস্টেম ও ‘ফাইন্ড মাই রাইড’ ফিচার সহ বাজারে হাজির করেছে। S1 80, S1 Standard এবং S1 240-এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে ৫৫ কিমি, ৬০ কিমি এবং ৫৫ কিমি। এগুলির দাম যথাক্রমে ৬৯,৯৯৯ টাকা, ৮৪,৯৯৯ টাকা ও ১,২১,০০০ টাকা।