বৈদ্যুতিক যান কিনতে উৎসাহ দিতে রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি মকুব হল এই রাজ্যে

By :  techgup
Update: 2022-09-19 12:52 GMT

ভারতে বেড়ে চলা বায়ু দূষণের মাত্রা কমাতে করতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সে পথেই এগিয়ে চলেছে দেশের বিভিন্ন রাজ্য। নিজস্ব ইভি পলিসি প্রণয়ন করে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি আকৃষ্ট করতে কোথাও কর ছাড়, আবার কোথাও ভর্তুকি দিচ্ছে রাজ্য প্রশাসন। এবার প্রথম পথে হাঁটল ঝাড়খন্ডের হেমন্ত সোরেন সরকার।

ঝাড়খন্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত ধরনের বৈদ্যুতিক গাড়ির উপর বসা রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি মকুব করে গ্রাহকদের মুক্তি দেবে। মূলত রাজ্যে বৈদ্যুতিক গাড়ি শিল্পের প্রসার ঘটানো এবং এর প্রতি জনগণের আকর্ষণ বৃদ্ধি করতেই এই ধরনের উদ্যোগ। গত বুধবার মন্ত্রীসভার এক বৈঠকে বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতি প্রণয়নে সবুজ সংকেত মিলেছে।

গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব শীঘ্রই কার্যকর হবে নীতি। তবে বেশ কিছু শর্ত আরোপিত করা হয়েছে। সেই নিয়ম মোতাবেক রাজ্যে নির্মিত প্রথম ১০,০০০ বৈদ্যুতিক গাড়ির ক্রেতার ১০০ শতাংশ কর মুকুব করা হবে। পরবর্তী ১০,০০১ থেকে ১৫,০০০ জন ক্রেতাকে রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন খরচের উপর ৭৫ শতাংশ মকুব করবে রাজ্য সরকার।

তার ঠিক পরে অর্থাৎ ১৫,০০১ নম্বর ক্রেতা থেকে ছাড়ের পরিমাণ কমিয়ে ২৫ শতাংশ করে দেওয়া হবে। যতদিন পর্যন্ত নীতি কার্যকর থাকবে ততদিনই চলবে এই নিয়ম। তাছাড়াও, এমন ধরনের কোনো বৈদ্যুতিক যান যা ঝাড়খণ্ডের রাজ্য সীমানার বাইরে নির্মিত হয়েছে তার উপরেও রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন খরচের ২৫% বহন করবে ঝাড়খন্ড রাজ্য সরকার।

Tags:    

Similar News