Jio BP Pulse: ইলেকট্রিক গাড়ি চার্জ দিন স্রেফ 1 টাকায়, হাতছাড়া না করার মতো অফার আনল জিও বিপি

By :  techgup
Update: 2022-09-09 14:08 GMT

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ডে বা বৈদ্যুতিক যানবাহন দিবস। পরিবেশ বাঁচাতে ভবিষ্যতে ব্যাটারি চালিত গাড়ির উপরেই যে ভরসা রাখতে হবে, তা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড ইভি ডে উপলক্ষ্যে এবার বিশেষ অফারের ঘোষণা করল মুকেশ আম্বানির জিও ও ব্রিটিশ পেট্রলিয়াম সংস্থা বিপির জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা জিও-বিপি (Jio-bp)।

সংস্থাটির তরফে জানানো হয়েছে, দেশজুড়ে জিও-বিপি পালস চার্জিং স্টেশনে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার মাসুলে বিশেষ ছাড় পাবেন গ্রাহকেরা। প্রতি কিলোওয়াট আওয়ার কিছু বিদ্যুতে মাত্র ১ টাকা চার্জ করবে জিও-বিপি। এই অফার আজ থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, জিও-বিপি ভারতের বৃহত্তম ইভি চার্জিং এবং ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে৷। শপিং মল এবং পেট্রল পাম্পের পাশাপাশি অফিস পার্কিং, কমার্শিয়াল কমপ্লেক্স, এবং বাস ডিপোয় চার্জিং পয়েন্ট ইন্সটল করার লক্ষ্য রাখছে তারা। সংস্থার অনলাইন অ্যাপে নিকটবর্তী চার্জিং স্টেশনের অবস্থান সম্পর্কে জানা যায়। এছাড়াও, অ্যাপে ওয়েটিং পিরিয়ড কমাতে ওই অ্যাপেই আগেভাগে চার্জিং স্লট বুক করে রাখার সুবিধা পাওয়া যায়।

এদিকে, সপ্তাহ দু'য়েক আগে দেশের বৃহত্তম ব্যাটারি চালিত স্কুটার নির্মাতা হিরো ইলেকট্রিকের সাথে গাঁটছড়া বেঁধেছে জিও-বিপি। এক বিবৃতিতে বলা হয়েছিব, জিও-বিপি বিশ্বের সবচেয়ে উন্নত বৈদ্যুতিকরণ ব্যবস্থা এদেশের বাজারে চালু করতে আগ্রহী। এর ফলে হিরো ইলেকট্রিকের গ্রাহকগণ জিও-বিপি পালস অ্যাপের মাধ্যমে নিকটবর্তী চার্জিং স্টেশন খুঁজে তাদের ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়ার অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন৷

Tags:    

Similar News