ইলেকট্রিক স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, কালীপুজোর আগে 25,000 টাকা দাম কমল

ইভি টু-হুইলার নির্মাতা জীতেন্দ্র ইভি তাদের দুটি মডেলের দাম কমিয়েছে, জেএমটি ১০০০ এইচএস ইলেকট্রিক স্কুটারের দাম ১,১২,২৪৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, ২৫,৬৯৯ টাকা কমে জিতেন্দ্র জেএমটি ১০০০ ৩কে বৈদ্যুতিক স্কুটারের নতুন দাম হয়েছে ১,২২,০০০ টাকা।

Update: 2024-10-21 08:03 GMT

ফেস্টিভ সিজনে বড় ঘোষণা করল ইভি টু-হুইলার নির্মাতা জীতেন্দ্র ইভি (Jitendra EV)। কোম্পানিটি তাদের দুই ফ্ল্যাগশিপ মডেলের দাম বিপুল পরিমাণে কমিয়েছে। JMT 1000 HS ইলেকট্রিক স্কুটারের দাম ১,১২,২৪৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ এটি ২২,২৪৯ টাকা সস্তা হয়েছে।

অন্যদিকে, ২৫,৬৯৯ টাকা কমে JMT 1000 3K বৈদ্যুতিক স্কুটারের নতুন দাম হয়েছে ১,২২,০০০ টাকা। আগে এটি ১,৪৭,৬৯৯ টাকায় (এক্স-শোরুম) পাওয়া যেত। উভয় মডেলই ব্যাটারি চালিত উচ্চগতির স্কুটি। এরা ঘন্টা প্রতি সর্বোচ্চ ৫০ কিলোমিটার স্পিড ছুঁতে সক্ষম।

জিতেন্দ্র জেএমটি ১০০০ এইচএস ও ৩কে ফিচার

HS মডেলটিতে ২.০৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি ফুল চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করে। অন্যদিকে, 3K মডেলটি আরও পাওয়ারফুল ৩.১২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহযোগে এসেছে, যা এক চার্জে ১২৬ কিলোমিটার পর্যন্ত দৌড়তে সক্ষম।

জিতেন্দ্র ইভি-র সহ-প্রতিষ্ঠাতা সামকিত শাহ দাম কমানোর প্রসঙ্গে বলেন, "আমরা প্রতিযোগীতামূলক দামে ব্যতিক্রমী পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মূল্য হ্রাস গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। বৈদ্যুতিক যানবাহন আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা ক্রেতাদের পাশে থাকতে চাই।"

Tags:    

Similar News