কাতারের সংস্থার সঙ্গে যৌথ ভাবে ভারতে গড়ে উঠবে EV কারখানা, 300 কোটি টাকা লগ্নি
দেশীয় ইলেকট্রিক বাইক-স্কুটার নির্মাতা কোবিরা মোবিলিটি (Kabira Mobility) কাতারের আল-আব্দুল্লা গোষ্ঠী (AI-Abdulla Group)-এর সাথে গাঁটছড়া বন্ধনের কথা ঘোষণা করল। সংস্থাদ্বয় উত্তর প্রদেশের জেওয়ারে বৈদ্যুতিক দু’চাকার গাড়ির কারখানা গড়ার লক্ষ্যে যৌথভাবে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ৫০ একর জমির উপর গড়ে উঠতে চলা কারখানাটির ৮টি অ্যাসেম্বলি লাইন থেকে প্রতি মাসে ১.২ লক্ষ মডেল উৎপাদিত হবে। অর্থাৎ বছরে ১৪.৪ লক্ষ টু-হুইলার তৈরি হয়ে বেরোবে।
উত্তরপ্রদেশে কোবিরা মোবিলিটির এই কারখানায় রোবোটিক চেসিস ওয়েল্ডিং লাইন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি একটি ফুল অটোমেটেড ব্যাটারি প্যাক অ্যাসেম্বলি এবং টেস্টিং লাইনের ব্যবস্থা থাকছে। এই কারখানা গড়ে উঠলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৭,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে সংস্থা সূত্রে দাবি।
এই প্রসঙ্গে কোবিরা মোবিলিটির সিইও জয়বির সিওয়াজ বলেন, “যে হারে বৈদ্যুতিক যানবাহন বাজারের চাহিদা বেড়ে চলেছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাইছি। এক্ষেত্রে দুই থেকে তিন অঙ্কের সংখ্যায় বৃদ্ধি ঘটছে।” তিনি যোগ করেন, এই বিনিয়োগ যে কেবল চাহিদা পূরণে সহায়তা করবে তাই নয়, পাশাপাশি ভবিষ্যতে অগ্রগতির পরিকল্পনার ভিত্তিপ্রস্তর পাকাপোক্ত করবে।
কোবিরার নতুন কারখানাটি উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তর ভারতের মধ্যে পড়ছে। যেখানে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা চোখে পড়ার মতোই। অন্যদিকে, আল-আব্দুল্লা গোষ্ঠীর সিইও মনোজ জর্জ জানান, “এই বিনিয়োগ পরিবেশবান্ধব যানবাহন ক্ষেত্রে আমাদের গোষ্ঠীর লক্ষ্য পূরণে সহায়তা করবে। কবিরা মোবিলিটির সাথে হাত মেলাতে পেরে আমরা দীর্ঘস্থায়ী শক্তি শিল্পে আমাদের স্থান শক্তপোক্ত করছি।”