Kawasaki Ninja: আর পাবেন না, বন্ধ হল জনপ্রিয় কাওয়াসাকি নিনজা বাইকের বিক্রি
Kawasaki Ninja 400 চুপিসারে ভারতের বাজারকে বিদায় জানাল। ঠিকই শুনছেন। বিভিন্ন অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী, এদেশে সুপারস্পোর্টস বাইকটির বিক্রি বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি ইন্ডিয়া। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাইকটির যাবতীয় তথ্য। Kawasaki Ninja 500 লঞ্চের পর থেকেই মডেলটির বিক্রি বন্ধ করে দেওয়া হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল।
ভারতে Kawasaki Ninja 400-র বিক্রি বন্ধ হল
Kawasaki Ninja 400 ছিল দুর্দান্ত সুপারস্পোর্টস বাইক। এটি বাজারে Ninja 300-এর জায়গা দখল করবে বলে আনা হয়েছিল। কিন্তু Ninja 300-এর স্থানীয়করণ অর্থাৎ এদেশের মাটিতেই বিভিন্ন যন্ত্রাংশ তৈরির ফলে প্রতিযোগিতামূলক দাম রাখতে সক্ষম হয় সংস্থা। যেখানে Ninja 400 বিদেশ থেকে আমদানি করে বিক্রির কারণে কিনতে খরচ পড়তো বেশি। যে কারণে আজও Ninja 300-এর চাহিদা বাড়তে দেখা গেলেও Ninja 400-এর বিক্রি তলানিতে এসে ঠেকেছিল। তাই Ninja 400-এর চাকা থামিয়ে কাওয়াসাকি বাইকটির বিক্রি বন্ধ করে দিল।
দুর্ধর্ষ ডিজাইনের কারণে Kawasaki Ninja 400-র প্রশংসা বিভিন্ন মানুষের মুখে শোনা যেত। সাথে ছিল বলিষ্ঠ চ্যাসিস এবং শক্তিশালী প্যারালাল টুইন ইঞ্জিন। এদিকে বাজারে Ninja 400-এর জায়গা সম্প্রতি দখল করেছে Kawasaki Ninja 500। যার ফিচার্স লিস্টে উপস্থিত ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি ডিজিটাল স্ক্রিন।
Kawasaki Ninja 500-এর পর সংস্থা Ninja 500 SE বাজারে আনতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ডিজাইনের দিক থেকে এটি আকর্ষণ আরও বেশি হবে। কারণ কাওয়াসাকি'র সিগনেচার গ্রীন কালার এবং অত্যাধুনিক টিএফটি ডিসপ্লে সমেত আসছে মডেলটি। বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি কর আমদানির পরিবর্তে শীঘ্রই স্থানীয়করণ শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে দাম অনেকটাই কমে আসবে।