ধোঁয়া বা আওয়াজ আর বের হবে না, Kawasaki আগামী বছর পরিবেশবান্ধব বাইক আনছে
ইতালির মিলানে চলছে EICMA মোটরবাইক শো। যেখানে সারা বিশ্বের তাবড় গাড়ি সংস্থাগুলি অংশগ্রহণ করেছে। বিশ্বের দুয়ারে নজরকাড়া সব মডেল দেখিয়ে নিজেদের জাত চেনাতে ব্যস্ত কোম্পানিগুলি। তেমনই জাপানি টু-হুইলার প্রস্তুতকারী কাওয়াসাকি (Kawasaki) তাদের একাধিক বাইকের ঝলক দেখিয়েছে। যার মধ্যে একজোড়া ইলেকট্রিক মডেলও প্রদর্শিত করেছে কাওয়াসাকি। Ninja ইলেকট্রিক বাইকের সাথে Z ইলেকট্রিক লঞ্চের পরিকল্পনা করছে তারা।
নেকেড ও ফুল ফেয়ার্ড স্টাইলের ওই ইলেকট্রিক মোটরসাইকেলগুলির অফিসিয়াল নামকরণ যথাক্রমে Z BEV ও Ninja BEV করা হয়েছে। ডিজাইনের দিক থেকে এগুলি Z400 ও Nina 400-র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। উভয় মডেলই এন্ট্রি-লেভেল ইলেকট্রিক পারফরম্যান্স বাইক হিসেবে আত্মপ্রকাশ করেছে। যাতে রয়েছে A1 রেগুলেশন।
কাওয়াসাকির এই ইলেকট্রিক বাইকগুলিতে দেওয়া হয়েছে ১১ কিলোওয়াট মোটরের সাথে ৩.০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এখনো পর্যন্ত বাইক দুটির রাইডিং রেঞ্জ অথবা চার্জিং টাইম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংস্থা। তবে অনুমান করা হচ্ছে পারফরম্যান্সের দিক থেকে এগুলি জবরদস্ত হবে।
কাওয়াসাকি ২০২৩-এ তাদের Z BEH মোটরবাইকটি ইউরোপের বাজারে বিক্রির পরিকল্পনা করছে। তবে Ninja BEH-টি এখনও নমুনা মডেলেই রয়েছে। এটিও তার সঙ্গী মডেলটির সাথে বাজারে হাজির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এগুলির কোনোটাই ভারতের বাজারে লঞ্চ হবে না বলেই আশা করা যায়।