Kia: টাটা বা মারুতিও পারেনি, সবথেকে কম সময়ে ভারতের বাজারে এই রেকর্ড কোরিয়ান সংস্থার

By :  techgup
Update: 2024-08-09 09:07 GMT

দক্ষিণ কোরিয়ার সংস্থা কিয়া (Kia) ২০১৯ সালে সেলটস (Seltos) এসইউভি লঞ্চের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিল। তারপর থেকেই ভারতের বাজারে অভূতপূর্ব সাফল্যের সাক্ষী থেকেছে তারা। এবার সবথেকে কম সময়ে দেশে ১ মিলিয়ন ১০ লক্ষ গাড়ি বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে কিয়া। ৫৯ মাস অর্থাৎ ৫ বছর সম্পূর্ণ হওয়ার আগেই এই রেকর্ড তৈরি হয়েছে।

ভারতে ১০ লক্ষ গাড়ি বিক্রির নজির গড়ল কিয়া

কিয়ার এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে সেলটস। কিয়ার মোট বিক্রির ৪৮ শতাংশ আসে এই মাঝারি আকারের এসইউভি থেকে। বর্তমানে গাড়িটির দাম ১০.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। অন্যদিকে, সনেট কিয়ার মোট সেলসে ৩৪ শতাংশ ও কারেনস ১৪ শতাংশ অবদান রেখেছে। গাড়ি দু'টি কিনতে এখন খরচ যথাক্রমে ৭.৯৯ লক্ষ টাকা এবং ১০.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

শুনলে অবাক হবেন, কিয়া দাবি করছে যে, তাদের ৪২ শতাংশ বিক্রি গাড়ির টপ ট্রিম থেকে আসে। ফলে ভারত যে মূল্য সংবেদনশীল বাজার, সেই ধারণা পুরপুরি ভেঙে দিয়েছে তারা। এদেশে অটোমেটিক ও নতুন ট্রান্সমিশন প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের। বর্তমানে, কিয়া তিনটি অটোমেটিক ট্রান্সমিশন অফার করে - আইভিটি, সিক্সএটি, ও সেভেনডিসিটি। সংস্থাটি ২০২০ সালে ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন লঞ্চ করেছিল। কিয়ার পেট্রল ও ডিজেল গাড়ির অনুপাত ৫৯:৪১।

কিয়া ইন্ডিয়ার চিফ সেলস অফিসার জুনসু চো বলেন, লঞ্চের পর থেকেই রেকর্ড সময়ে আমরা ধারাবাহিক ভাবে মাইলস্টোন অর্জন করে চলেছি। এই সাফল্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন আপনি প্রতিটি ক্ষেত্রে বৈচিত্র্যের সম্মুখীন হোন ও ক'দশকের অভিজ্ঞতাসম্পন্ন বড় সংস্থাগুলির সঙ্গে মুখোমুখি হন। ভারতে ১ মিলিয়ন বিক্রি দেশীয় বাজারের প্রতি আমাদের দায়বদ্ধতার পরিচয় বহন করে।"

Tags:    

Similar News